আরও পড়ুন South 24 Paraganas News: সুন্দরবনে নতুন ভোর আনছেন সুপ্রভাত! মানুষটির কাজ শুনলে চমকে উঠবেন
পশ্চিম বর্ধমান জেলার রুপনারায়ণপুরের তিনজন গিয়েছিলেন কালিন্দী খাল ট্রেক করতে। তাদের সঙ্গে গিয়েছিলেন ওই বৃদ্ধ। তিনি অসুস্থ হয়ে পড়লে ওই তিনজন তাকে উদ্ধার করে নীচে নামিয়ে আনেন। পরবর্তী দিনগুলিতে তাকে ধাপে ধাপে বেসক্যাম্পে নামিয়ে আনা হয়। সেখান থেকে তাকে আইটিবিপি জওয়ানরা উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠান। সেই উদ্ধারের বর্ণনা দিয়েছেন এক সহযাত্রী চিন্ময় মিশ্র।
advertisement
তিনি জানিয়েছেন, সহযাত্রী হিসেবে এটা আমাদের দায়িত্ব ছিল। ভগবান আমাদের ক্ষমতা দিয়েছিলেন। তাই ওকে নীচে নামিয়ে আনতে পেরেছি। মূলত স্লিপিং ব্যাগের মধ্যে তাঁকে বেঁধে টানতে টানতে নীচে নামানো হয়। তারপর উনি কিছুটা সুস্থ হলে তাঁকে আস্তে আস্তে নামিয়ে আনা হয় বেস ক্যাম্পে। বেস ক্যাম্পের খানিক আগেই আইটিবিপি জাওয়ানদের খবর দেওয়া হয়। সেখান থেকে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তারপর তিনি সুস্থ হলে, তাঁকে বাড়ি ফেরার ট্রেনে তুলে দেওয়া হয়। বাড়ি ফিরে এসে সেই ভয়ঙ্কর উদ্ধারকারী লড়াই এর বর্ণনা দিয়েছেন সহ অভিযাত্রী চিন্ময় মিশ্র।