South 24 Paraganas News: সুন্দরবনে নতুন ভোর আনছেন সুপ্রভাত! মানুষটির কাজ শুনলে চমকে উঠবেন

Last Updated:

South 24 Paraganas News: রায়দিঘীতে সাপ ধরে জঙ্গলে ছাড়ছেন সর্পপ্রেমী সুপ্রভাত দাস।

+
অবিশ্বাস্য!

অবিশ্বাস্য!

রায়দিঘী: তিনি সাপ ধরেন, সাপ ধরার পর সেগুলিকে বনদফতরের সহায়তায় আবার ছেড়ে দিয়ে আসেন জঙ্গলে। দুবার সাপের ছোবল খেয়ে ভর্তি হন হাসপাতালে। কিন্তু কোনকিছুতেই সাপ ধরা থেকে বিরত করতে পারেনি তাঁকে। মূলত সাপ পরিবেশের শত্রু নয় পরিবেশের বন্ধু সমাজের সর্বস্তরে এই বার্তা পৌঁছে দিতে তিনি সাপ ধরেন এলাকায়। সাপ ধরার সময় তিনি পরেন বিশেষ এক ধরনের নীল রঙের জামা প‍্যান্ট। সেজন্যই তিনি এলাকায় পরিচিত নীলকন্ঠবাবু হিসাবে।
এই নীলকন্ঠবাবুর আসল নাম সুপ্রভাত দাস। ২০ বছর আগে গ্রামে সাপ মারতে দেখে সাপ বাঁচানোর উদ‍্যোগ নেন তিনি। তারপর থেকে তিনি সাপ ধরার কাজ শুরু করেন। ক্রমেই তিনি এলাকায় পরিচিত হন নীলকন্ঠ নামে। বর্তমানে বিভিন্ন জায়গা থেকে সাপ ধরার জন‍্য ফোন আসে তাঁর কাছে। কোনো যায়গায় সাপ দেখা গেলেই প্রথম খবর যায় নীলকন্ঠবাবুর কাছে। বিষধর কেউটে থেকে শুরু করে কালাচ সমস্ত রকমের সাপ ধরেন তিনি। কখনও কখনও থানা অথবা বনদফতর থেকেও সাপ ধরার জন‍্য ফোন যায় তাঁর কাছে। সাপ ধরার পর তিনি সেগুলিকে বনদফতরের হাতে তুলে দেন। বনদফতর সেই সাপগুলিকে সুন্দরবনের গভীর অরণ্যে ছাড়ার বন্দোবস্ত করে।
advertisement
advertisement
নীলকন্ঠবাবুর সাথে যোগাযোগ করতে হলে ফোন করুন 9563907880 নম্বরে।
Kachharimore Gurga Mela
advertisement
তবে নীলকন্ঠবাবু সাপ ধরে কোনো টাকা পয়সা নেননা গ্রামবাসীদের কাছ থেকে। সাপ পরিবেশের শত্রু নয় পরিবেশের বন্ধু এই বার্তা দিতে তিনি সাপ ধরেন এলাকায়। নিজের কয়েকবিঘা জমি আছে, সেখানে চাষ করেই কোনোরকমে সংসার চালান তিনি। সাপ বাঁচলে রক্ষা পাবে জীববৈচিত্র্য, রক্ষা পাবে বাস্তুতন্ত্র, সেই লক্ষেই আগামীতেও কাজ করে যেতে চান নীলকন্ঠবাবু।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Paraganas News: সুন্দরবনে নতুন ভোর আনছেন সুপ্রভাত! মানুষটির কাজ শুনলে চমকে উঠবেন
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement