অপূর্ব গত দু'বছর ধরে গাছের পাতা, পেন্সিল, চকের ওপর নানা রকম শিল্পকলা ফুটিয়ে তোলে (Chalk Art)। বিভিন্ন রকম ছবি আঁকে পাতার ওপর। চকের ওপর তৈরি করে বিভিন্ন রকম মূর্তি। সোশ্যাল মিডিয়া দেখে কাজ শিখে ছিল সে। প্রতিদিন অনুশীলন করতে করতে সে নানারকম শিল্পকলা তৈরি করেছে দশম শ্রেণীর ছাত্র অপূর্ব দত্ত (Apurba Dutta)। একটি চকের ওপর ৩২ টি চেন তৈরি করে অপূর্ব শিল্পকলা (Chalk Art) তৈরি করেছিল অপূর্ব। তার জেরেই ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম উঠেছে দশম শ্রেণির ছাত্রের। অপূর্ব জানিয়েছে, চারবারের চেষ্টায় চকের ওপরে শিল্পকলাটি তৈরি করতে সে সফল হয়েছে (Chalk Art)। আগামী দিনে আরও নতুন নতুন জিনিস দর্শকদের উপহার দিতে চায় সে। অপূর্ব চায় এই কাজের মাধ্যমে নিজের নাম ও পরিবারের নাম আরও উজ্জ্বল করে তুলল।
advertisement
নয়ন ঘোষ
Location :
First Published :
April 23, 2022 9:57 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
India Book of Records : লকডাউন শিখিয়েছে শিল্পকলা; স্বীকৃতি ইন্ডিয়া রেকর্ড বুকের