টোটো দুর্ঘটনায় রাশ টানতে এবং বেআইনি টোটোর দাপট রুখতে এবার কোমর বেঁধে পথে নামল দুর্গাপুর ট্রাফিক গার্ড। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের তরফে নেওয়া হয়েছে এক দুর্দান্ত অভিযান। শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের গান্ধী মোড়ে একের পর এক টোটো দাঁড় করানো হল। চালকদের কাছে গাড়ির বৈধ কাগজপত্র দেখতে চাইলেন ট্রাফিকের আধিকারিকরা। তারপরেই তাদের সচেতন করা হয় এবং সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
advertisement
দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, নভেম্বর মাসের ৩০ তারিখের পর থেকে বৈধ কাগজপত্র ছাড়া রাস্তায় টোটো চালালে গুনতে হবে জরিমানা। শুধু তাই নয় কড়া আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে ট্রাফিক গার্ডের তরফে।
আরও পড়ুনঃ শুরু খেজুর গাছে হাঁড়ি বাঁধা! জলদি মিলবে জয়নগরের মোয়া, তবে এইবার ব্যবসায়ীরা ভুগছেন অন্য চিন্তায়
এই প্রসঙ্গে, দুর্গাপুর ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপ সোম বলেন, “আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ সদা তৎপর। টোটো দুর্ঘটনা রুখতে এবং রুট পারমিট ছাড়া টোটো চলাচল রুখতে আমাদের এই অভিযান চলছে। শুক্রবার শুধু সচেতন করা হয়েছে। চালকদের ৩০ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে’।
