প্রসঙ্গত, পানাগড় বাজারে রাইস মিল রোড মোড়ে রয়েছে একটি খোলা মুখ নিকাশি নালা। অভিযোগ এই জায়গাটিকে নিয়ে। স্থানীয় ব্যবসায়ী থেকে স্থানীয় বাসিন্দা, সকলেই বলছেন নিকাশি নালার পাশে গার্ডওয়াল না থাকার জেরে একাধিক দুর্ঘটনা হচ্ছে। মাঝেমধ্যেই গবাদি পশুরা সেখানে পড়ে যায়। তাদের জীবন হানি হয়। তাছাড়া ব্যস্ততার সময় বুঝতে না পেরে দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকে। সেজন্য অবিলম্বে ওই জায়গায় গার্ডওয়াল তৈরি করার দাবি তোলা হয়েছে।
advertisement
আরও পড়ুন: আরও বিপাকে অনুব্রত! জেলে ফের জেরা, কোন নতুন তথ্য উঠে এল CBI-র হাতে?
আরও পড়ুন: কয়লা চুরি হচ্ছে কিনা এবার তা নজর রাখবে ড্রোন!
এই বিষয়ে স্থানীয় বিজেপি নেতা রমন শর্মা জানিয়েছেন, প্রশাসন যাতে এ বিষয়টির উপর নজর দেয়, সেজন্য ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়েছে। তারা চাইছেন, এলাকাবাসীর নিরাপত্তা স্বার্থে ওই জায়গায় গার্ডওয়াল তৈরি করা হোক। তাহলে বিপদের আশঙ্কা কমে যাবে। তাই তার আবেদন, দ্রুত প্রশাসন বিষয়টির দিকে নজর দিক।
Nayan Ghosh