আরও পড়ুন: সংখ্যাতত্ত্বে ২১ জুন; দেখে নিন কেমন যাবে কালকের দিন
জানা গিয়েছে, যে লরিতে আগুন লেগেছিল, সেই লরিটিতে ব্লিচিং পাউডার বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল। চালক যাত্রাপথে গাড়িটিকে একটি লাইন হোটেলের সামনে দাঁড় করান। জানা গিয়েছে, পশ্চিম বর্ধমান জেলার কুলটির দামাগরিয়া রেল ব্রিজের কাছে একটি লাইন হোটেলের সামনে লরিটি দাড় করানো হয়। তারপর ওই লরি চালক এবং খালাসী ওই হোটেলে খেতে যান। খেয়ে এসে তারা ওই লরিতে বসে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ করেই আগুন ধরে যায় লরিতে। কেউ কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে। বাইরে থেকে হোটেল কর্মীরা চিৎকার করতে শুরু করেন।
advertisement
আরও পড়ুন: বড় পর্দায় ফিরছেন রণবীর কাপুর, সামনে এল 'শামসেরা'-র ঝলক! দেখুন
লরি চালক ব্যাপারটি বুঝতে পেরে কোনওক্রমে সেখান থেকে বেরিয়ে আসেন। হোটেলের কর্মীরাও ছুটোছুটি শুরু করে দেন। তখনই হোটেলের এক কর্মী ধাক্কা খেয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। জানা গিয়েছে, জয়পুর থেকে ওই লরিতে করে ব্লিচিং পাউডার বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল। লরিটি যাচ্ছিল কলকাতা। কিন্তু মাঝ রাস্তায় লরিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীরা কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।