জানা গিয়েছে, ২১৭ নম্বর বুথ এলাকায় বহু ওড়িয়া ভাষাভাষীর মানুষজনের বসবাস। বিগত প্রায় পঞ্চাশ বছর ধরে তাঁরা ওই এলাকায় বসবাস করছেন। কোল ইন্ডিয়া জাতীয়করণ হওয়ার আগে তারা কাজের জন্য জামুরিয়ার ওই এলাকায় এসে বসবাস শুরু করেন। তারপর থেকে সেখানেই থেকে গিয়েছেন। তারা অনেকেই হয়তো বাংলা বুঝতে পারেন। ভাঙা ভাঙা বলতে পারেন বাংলা। কিন্তু বাংলা পড়তে পারেন না। তাই পঞ্চায়েত নির্বাচনে তাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য ওড়িয়াভাষায় দেওয়াল লিখন করা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে তাদের মাতৃভাষাকে গুরুত্ব দেওয়ার জন্য খুশি তাঁরা।
advertisement
আরও পড়ুন : কোথাও বন্ধ স্কুল, কোথাও জলমগ্ন রাজপথ, প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত এই অঞ্চলগুলিতে জারি বিশেষ সতর্কতা
স্থানীয় এক তৃণমূল নেতার মন্তব্য, ২১৭ নম্বর বুথে সাতশোর বেশি ভোটার রয়েছেন। যাদের মধ্যে ৪০০ বেশি মানুষ ওড়িয়াভাষাভাষী। তাঁরা অনেকেই বাংলা পড়তে পারেন না। তাই তাদের সুবিধার্থে ওই এলাকায় তৃণমূল প্রার্থীর সমর্থনে ওড়িয়াভাষায় দেওয়াল লিখন করা হয়েছে। এই সিদ্ধান্তে খুশি এলাকার মানুষজন। তারা বুঝতে পারছেন, তৃণমূল প্রার্থীর নাম, কাকে ভোট দিতে হবে ইত্যাদি। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের একটি দেওয়ালে দুই সংস্কৃতির এমন মিলনস্থল দেখে বাহবা দিচ্ছেন বহু মানুষ।