আরও পড়ুন: নতুনভাবে সেজে উঠতে চলেছে গঙ্গাকিশোর ভট্টাচার্যের জন্মস্থান, জানেন ইনি কে?
বর্ষার বৃষ্টি শুরু হলেই দিশেহারা হয়ে পড়ে রানিগঞ্জের এই এলাকার প্রায় ৫০ টি পরিবার। এলাকার মানুষের অভিযোগ, বহুবার তাঁরা এই সমস্যা সমাধানের জন্য প্রশাসন ও রাজনৈতিক নেতাদের কাছে আবেদন করেছেন। কিন্তু এলাকার নিকাশি ব্যবস্থা আজও গড়ে ওঠেনি। ফলে অল্প বৃষ্টিতেই জল জমে সমস্যা সৃষ্টি হয়। আর ভারী বৃষ্টিপাত হলে তো কথাই নেই, চরম সমস্যায় দিন কাটে তাঁদের। ঘরের সব আসবাবপত্র জলে ডুবে যায়। রান্না করে খাওয়ার মতো পরিস্থিতিও থাকে না। অন্যদিকে জল জমে থাকায় এলাকায় মশার উপদ্রব বেড়েছে। ফলে ডেঙ্গি সহ মশাবাহিত অন্যান্য রোগের আশঙ্কা বাড়ছে। জমা জল আর স্যাঁতস্যাতে পরিবেশের কারণে বাড়ছে সাপের উপদ্রবও। সম্প্রতি এলাকার একটি শিশুকে সাপে কেটেছে। এই পরিস্থিতি আর সহ্য করা যাচ্ছে না বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
advertisement
এলাকার মানুষের এই বেহাল অবস্থা প্রসঙ্গে রানিগঞ্জের ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আখতারী খাতুন সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। যাতে পরিস্থিতি স্বাভাবিক করা যায় তিনি সেই চেষ্টা করবেন বলে জানান। এই পরিস্থিতিতে এলাকাবাসীর প্রধান দাবি দ্রুত সেখানে নিকাশি ব্যবস্থা গড়ে তোলা হোক।
নয়ন ঘোষ