তা না করলে প্ল্যাটফর্ম থেকে ট্রেনের নীচে পড়ে মৃত্যু হত মহিলার। পুলিশ জানিয়েছে, মহিলা যাত্রী আসানসোলের রাধানগরের বাসিন্দা, তাঁর নাম কৃষ্ণা মাজি। মহিলা যাত্রী বেঙ্গালুরু যাওয়ার জন্য এসেছিলেন স্টেশনে। ভুল করে ডাউন চম্বল এক্সপ্রেস ট্রেনে উঠে পড়েছিলেন। বুঝতে পেরেই তিনি চলন্ত ট্রেন থেকে নামতে গিয়েই ঘটে এই বিপত্তি।
আরও পড়ুন: পঞ্চায়েতমুখী বাংলায় বিজেপির পারফরম্যান্সে বেজায় ক্ষুব্ধ কেন্দ্রীয় নেতৃত্ব, হল বিরাট ঘোষণা!
advertisement
আরও পড়ুন: স্বামীর উপর রাগের বলি সন্তান! ছোট্ট ছেলের গলা টিপে মারল মা, তারপরের ঘটনা আরও ভয়ঙ্কর
পাঁচ নম্বর প্ল্যাটফর্মে যাত্রী পড়ে যাওয়ার ঘটনার সময় অন্য যাত্রীরা ওই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন। আহত ওই মহিলা যাত্রী পরে সঠিক ট্রেনে উঠে যান। এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, 'যাত্রীদের এই বিষয়গুলি নজর দেওয়া উচিত। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এই ভাবে চলতি ট্রেন থেকে নামা উচিত নয়। ট্রেন থেকে নামার অনেক উপায় রয়েছে। সেইগুলি রীতিমতো ঘোষণা করা হয়। সেগুলো মেনে চললে নিজেদেরই সুবিধে হবে। দুর্ঘটনা কমবে।'
দীপক শর্মা