TRENDING:

West Bardhaman News- অবৈধ বালি খনন রুখে দিলেন গ্রামবাসীরা। জমায়াতের মুখে পিছু হটলেন ঠিকাদার।

Last Updated:

কুনুর নদীর পার কেটে অবৈধ ভাবে বালি কাটা হচ্ছিল।দুর্গাপুরের কাঁকসা থানার সুদীয়ারার কাছে কুনুর নদীর পার জেসিবি দিয়ে বালি কাটার কাজ চলছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম বর্ধমান- অবৈধভাবে বালি তোলার কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরা (West Bardhaman News)। দুর্গাপুরের কাঁকসার কুনুর নদীর কোল থেকে এই বালি তোলার কাজ চলছিল।দিনের পর দিন অবৈধভাবে বালি তোলার ঘটনায় ক্ষুব্ধ হন গ্রামবাসীরা। তারপরেই সকলে একত্রিত হয়ে বালি তোলার কাজ বন্ধ করে দেন। এই ঘটনায় যথাযথ তদন্তের আশ্বাস পাওয়া গিয়েছে প্রশাসনের তরফ থেকে। অন্যদিকে ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
এখানেই চলছিল অবৈধভাবে বালি খনন করার কাজ।
এখানেই চলছিল অবৈধভাবে বালি খনন করার কাজ।
advertisement

জানা গিয়েছে, কুনুর নদীর পার কেটে অবৈধ ভাবে বালি কাটা হচ্ছিল। দুর্গাপুরের কাঁকসা থানার সুদীয়ারার কাছে কুনুর নদীর পারে জেসিবি দিয়ে বালি কাটার কাজ চলছিল (West Bardhaman News)। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, এক ঠিকাদার অবৈধ ভাবে এই বালি তোলার কাজ করছিলেন। দীর্ঘদিন ধরেই এই অবৈধ কারবার চলছিল বলে গ্রামবাসীদের অভিযোগ। তারা বলছেন, এই বিষয়ে অনেকবার প্রশাসনের কাছে আর্জি জানানো হয়েছিল। কিন্তু অবৈধভাবে বালি তোলার কাজ বন্ধ না হওয়ায়, গ্রামবাসীরা সকলে মিলে বালি তোলার ক্ষেত্রে বাধা দেন।

advertisement

স্থানীয় মানুষজন এর অভিযোগ, এই ভাবে নদীর বালি তুলে নেওয়ার ফলে, স্থানীয় এলাকাগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবশেষে কোন উপায় না পেয়ে, বৃহস্পতিবার বিকেলে, অবৈধ ভাবে এই বালি তোলার কাজ বন্ধ করে দিয়েছেন গ্রামবাসীরা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, অবস্থা বেগতিক বুঝে পালিয়ে যায় ঠিকাদারের লোকজন (West Bardhaman News)।

স্থানীয় সুদীয়ারা গ্রামের বাসিন্দাদের অভিযোগ, কুনুর নদীর পার কেটে এই বালি তোলার জন্য ক্ষতি হচ্ছিল গ্রামের। ঝড়-বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগের সময় গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কায় ভুগছিলেন সকলেই। আর সেই আশঙ্কা থেকেই তারা আবেদন নিবেদন করে আসছিলেন প্রশাসনিক স্তরে। কিন্তু কাজ না হওয়াতে নিজেদের স্বার্থেই তারা অবৈধ ভাবে বালি তোলার কাজ রুখে দিয়েছেন।

advertisement

View More

গ্রামবাসীদের জমায়েত হওয়ার খবর পেয়ে এলাকায় পৌঁছয়ে পুলিশ। পুলিশ ঘটনাস্থলে এসে বাজেয়াপ্ত করেছে বালি তোলার জন্য ব্যবহৃত জেসিবি মেশিনটি। কাঁকসার ভূমি রাজস্ব দফতরের আধিকারিক সুব্রত ঘোষ জানিয়েছেন, এই অবৈধ কাজ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। বিষয়টি খোঁজ খবর করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ভূমি রাজস্ব দফতরের এই আধিকারিক (West Bardhaman News)।

advertisement

এই বিষয়ে তৃণমূল নেতা তথা কাঁকসা পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্য গৌরাঙ্গ ঘোষ বলেছেন, অভিযোগ পাওয়ার পরেই আমরা ভূমি রাজস্ব দফতরের আধিকারিককে বিষয়টি সম্পর্কে অবগত করি। প্রশাসন বিষয়টি নিয়ে যথোপযুক্ত ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেছেন গৌরাঙ্গ বাবু। তবে কুনুর নদীর কোল থেকে জেসিবি লাগিয়ে বেআইনিভাবে বালি তোলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News- অবৈধ বালি খনন রুখে দিলেন গ্রামবাসীরা। জমায়াতের মুখে পিছু হটলেন ঠিকাদার।
Open in App
হোম
খবর
ফটো
লোকাল