উল্লেখ্য সালানপুর থানার অন্তর্গত বেশ কয়েকটি জায়গায় নিম্নবিত্ত শ্রেণীর মানুষের বসবাস। এই সমস্ত জায়গায় মাঝেমধ্যেই বাল্যবিবাহের খবর সামনে আসে। যদিও পুলিশ, প্রশাসনের সজাগ দৃষ্টি থাকে সবসময়। তাছাড়াও এই ধরনের ঘটনার খবর পেলেই ব্যবস্থা নেয় পুলিশ এবং স্থানীয় প্রশাসন।
আরও পড়ুনঃ অনলাইনের দাবিতে অনশনে পড়ুয়ারা, অভিযোগ লাঠিচার্জের
advertisement
তারপরেও সমাজের কোন একটা অংশে সচেতনতা আলো পৌঁছায় না। সেইজন্যই সমস্ত স্তরের মানুষকে বাল্যবিবাহ রোধ করার জন্য সচেতন করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে। যেখানে পথনাটিকার মাধ্যমে অভিনব ভাবে দেওয়া হয়েছে সচেতনতা বার্তা।
আরও পড়ুনঃ নজিরবিহীন! কর্কট রোগীদের মুখে হাসি ফোটাতে হেয়ার ডোনেশন ক্যাম্প দুর্গাপুরে!
সালানপুর থানার ব্যাবস্থাপনায় সিদাবাড়ি গ্রামে, এথোড়া গ্রামে, সামডি গ্রামে, অরুবিন্দ নগরে বাল্যবিবাহ প্রতিরোধ করতে এই পথ নাটক পরিবেশন করা হয়েছে।
Nayan Ghosh