Hair Donation: নজিরবিহীন! কর্কট রোগীদের মুখে হাসি ফোটাতে হেয়ার ডোনেশন ক্যাম্প দুর্গাপুরে!

Last Updated:

ক্যান্সার আক্রান্ত রোগীদের অন্যতম প্রধান চিকিৎসা কেমোথেরাপি। এই কেমোথেরাপি নেওয়ার জন্য রোগীদের চুল হারাতে হয়। ফলে মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন অনেকেই। তাঁদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ

+
আয়োজিত

আয়োজিত ক্যাম্পে নিজের চুল দান করেছেন এক তরুণী।

#দুর্গাপুর: মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াতে এবার মহৎ উদ্যোগ নিলেন দুর্গাপুরের এক কন্যা। দুর্গাপুর নিবাসী শ্রদ্ধা চ্যাটার্জী ক্যান্সার রোগীদের পাশে দাঁড়াতে নিজের চুল দানের সিদ্ধান্ত নিয়েছিলেন অনেকদিন আগেই। কিন্তু এই বিষয়ে কাদের সঙ্গে যোগাযোগ করবেন, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য পাননি। তবে শেষমেশ ইন্টারনেটে সার্চ করার পর একটি স্বেচ্ছাসেবী সংস্থার খোঁজ পান তিনি। তারপর তাদের সঙ্গে কথা বলে দুর্গাপুরে আয়োজন করেন একটি হেয়ার ডোনেশন ক্যাম্পের।
শ্রদ্ধা চ্যাটার্জি তাঁর নিজের অফিসেই হেয়ার ডোনেশন ক্যাম্পের আয়োজন করেন। যেখানে তিনি নিজে তো হেয়ার ডোনেশন করেছেনই, পাশাপাশি বহু তরুণী, মহিলারও সাহায্য পেয়েছেন। অনেকেই ক্যান্সার আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াতে নিজেদের চুল দান করেছেন। স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রয়াস সম্পন্ন করেছেন শ্রদ্ধা চ্যাটার্জী।
advertisement
advertisement
প্রসঙ্গত, ক্যান্সার আক্রান্ত রোগীদের অন্যতম প্রধান চিকিৎসা কেমোথেরাপি। এই কেমোথেরাপি নেওয়ার জন্য রোগীদের চুল হারাতে হয়। ফলে মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন অনেকেই। হঠাৎ করে মাথার চুল পড়তে দেখে, আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। অন্যদিকে, ক্যান্সারের চিকিৎসার জন্য বিপুল খরচ যোগানোর পর, পরচুলা অর্থাৎ হেয়ার উইগ কেনার সামর্থ্য অনেকেরই থাকে না। সেই সমস্ত রোগীদের সাহায্য করার জন্যই খড়্গপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা লাগাতার প্রয়াস চালিয়ে যায়। সেই সংস্থার সঙ্গে যোগাযোগ করে দুর্গাপুরের বাসিন্দা শ্রদ্ধা চ্যাটার্জী হেয়ার ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছিলেন দুর্গাপুরে।
advertisement
তিনি বলেছেন, যদি চুল দানের মাধ্যমে কর্কট রোগীদের মুখে তিনি কিছুটা হাসি ফেরাতে পারেন, সেটাই হবে তাঁর সাফল্য। জানা গিয়েছে, ওই স্বেচ্ছাসেবী সংস্থা দান করা সমস্ত চুল কেরলে পাঠিয়ে দেয়, তার মাধ্যমে পরচুলা তৈরি করার জন্য। স্বেচ্ছাসেবী সংস্থার খরচেই সম্পন্ন হয় এই প্রক্রিয়া। তারপর সেই পরচুলা প্রদান করা হয় ক্যান্সার আক্রান্ত রোগীদের। তাই এমন একটি মহৎ উদ্যোগ নেওয়ার জন্য শ্রদ্ধা চ্যাটার্জিকে সাধুবাদ দিচ্ছেন সকলেই। পাশাপাশি অংশগ্রহণকারী সকলকেই সাধুবাদ দিয়েছেন দুর্গাপুরের মানুষজন।
advertisement
Nayan Ghosh
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Hair Donation: নজিরবিহীন! কর্কট রোগীদের মুখে হাসি ফোটাতে হেয়ার ডোনেশন ক্যাম্প দুর্গাপুরে!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement