TRENDING:

Paschim Bardhaman News: গ্রামে যমরাজ পুজোর আয়োজন! কারণ জানলে অবাক হবেন

Last Updated:

হিন্দু শাস্ত্রে উল্লেখ রয়েছে একাধিক দেব-দেবীর নাম। বিভিন্ন জায়গায়, বিভিন্ন নিয়মে তাদের পুজো, আরাধনা করা হয়। কিন্তু হিন্দু শাস্ত্রের অন্যতম দেবতা যমরাজের পুজো সেভাবে কোথাও আয়োজন করা হয় না। তবে রাজ্যে যমরাজের পুজোর প্রচলন হয়েছে সম্প্রতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম বর্ধমান : হিন্দু শাস্ত্রে উল্লেখ রয়েছে একাধিক দেব-দেবীর নাম। বিভিন্ন জায়গায়, বিভিন্ন নিয়মে তাদের পুজো, আরাধনা করা হয়। কিন্তু হিন্দু শাস্ত্রের অন্যতম দেবতা যমরাজের পুজো সেভাবে কোথাও আয়োজন করা হয় না। তবে রাজ্যে যমরাজের পুজোর প্রচলন হয়েছে সম্প্রতি। যে পুজো শুরুর পিছনে রয়েছে একটি ইতিহাস। পশ্চিম বর্ধমান জেলার লাউদোহার তিলাবনি গ্রামে আয়োজন করা হয় যমরাজের পুজো। বিগত দু'বছর ধরে যমরাজের পুজোর আয়োজন করা হচ্ছে সেখানে।
advertisement

এই গ্রামে একদিনের জন্য যমরাজের পুজো আয়োজন করা হয়। গ্রামের শেষ প্রান্তে হয় পুজো। থাকে নরনারায়ণ সেবার ব্যবস্থাও। পুজো শুরুর ইতিহাস বলতে গিয়ে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিগত কয়েক বছর ধরে তিলাবনি গ্রামে অকাল মৃত্যুর কালো ছায়া নেমে এসেছিল। কোনভাবেই সেই মৃত্যু আটকানো যাচ্ছিল না। তখনই গ্রামের মানুষজন যমরাজের পুজো করার সিদ্ধান্ত নেন। গ্রামের শেষ প্রান্তে তৈরি হয় মন্দির।

advertisement

আরও পড়ুনঃ বাংলার পুরনো বাজনা তুলে এনে অভিনব সাজে বিসর্জনের শোভাযাত্রা দুর্গাপুরে!

তারপর থেকে এই গ্রামে বিগত দু'বছর ধরে যমরাজের পুজো শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, যমরাজের পুজো শুরু হওয়ার পর থেকে গ্রামে আর অকাল মৃত্যুর ঘটনা সেভাবে হয়নি। মৃত্যুর কালো ছায়া থেকে মুক্তি পাওয়া গিয়েছি অনেকটাই। স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে, একদিনের জন্য যমরাজের পুজোর আয়োজন করা হয় গ্রামে। ভাইফোঁটার পড়ে যমরাজের পুজোর আয়োজন করা হয়। সেখানে বলিদান প্রথা চালু রয়েছে। এখানে দেওয়া হয় ছাগ বলী।

advertisement

View More

আরও পড়ুনঃ ছট পুজোর প্রস্তুতি উপলক্ষে চরম ব্যস্ততা জেলায়! ঘাট পরিদর্শনে খোদ মেয়র

তারপর পুজো শেষে থাকে নরনারায়ন সেবা। পাশাপাশি এই পুজো গ্রামের সকল বাসিন্দা মিলেই আয়োজন করেন। সকলে চাঁদা দিয়ে খরচ জোগান পুজোর। তারা জানিয়েছেন, আগামী দিনের যমরাজের পুজো তারা চালিয়ে যেতে চান। যাতে করে যমরাজ শান্ত থাকেন এবং অকাল মৃত্যুর গ্রাস থেকে মুক্ত থাকে তিলাবনী গ্রাম।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে থমকে দাঁড়াচ্ছেন পর্যটকরা! আচমকা আবার হলটা কী? কাতারে কাতারে মানুষ ছুটছে
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: গ্রামে যমরাজ পুজোর আয়োজন! কারণ জানলে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল