Paschim Bardhaman News: ছট পুজোর প্রস্তুতি উপলক্ষে চরম ব্যস্ততা জেলায়! ঘাট পরিদর্শনে খোদ মেয়র

Last Updated:

দুর্গাপুজো, কালীপুজো শেষ হতেই ফের উৎসবের আমেজ জেলা জুড়ে। আসানসোল থেকে দুর্গাপুর, জেলা জুড়ে ছট পুজোর প্রস্তুতি চরমে। চলছে বিভিন্ন ছট পুজোর ঘাট পরিষ্কার করার কাজ।

+
ছট

ছট পুজোর ঘাট পরিদর্শনে আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়।

#আসানসোল : দুর্গাপুজো, কালীপুজো শেষ হতেই ফের উৎসবের আমেজ জেলা জুড়ে। আসানসোল থেকে দুর্গাপুর, জেলা জুড়ে ছট পুজোর প্রস্তুতি চরমে। চলছে বিভিন্ন ছট পুজোর ঘাট পরিষ্কার করার কাজ।  আলোকসজ্জার কাজ চলছে প্রশাসনিক মহলেও প্রস্তুতি ছট পুজোর ঘাটগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে এদিন পরিদর্শন সারলেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। আসানসোল শহরের বিভিন্ন পরিদর্শন করেছেন তিনি। পরিদর্শন শেষে জানিয়েছেন, ছট পুজো উপলক্ষে বিশেষভাবে আয়োজন করা হয়েছে। হিন্দি ভাষাভাষী মানুষের এই পুজো খুব সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন খোদ মেয়র।
প্রসঙ্গত, পশ্চিম বর্ধমান জেলায় অবাঙালি এবং হিন্দি ভাষাভাষী মানুষের সংখ্যা রাজ্যের অন্য জেলাগুলির তুলনায় অনেকটাই বেশি। স্বাভাবিকভাবেই দুর্গাপুজো বা কালীপুজো উপলক্ষে যেভাবে উৎসবের আমেজ শহরে ধরা পড়ে, তেমনভাবেই জেলার আরও একটি বড় উৎসবে পরিণত হয়েছে এই ছট পুজো। হিন্দি ভাষাভাষী মানুষের এই পুজো উপলক্ষে শহরের একটি বড় অংশের মানুষ উৎসবের আনন্দ মেতে ওঠেন। আসানসোল, দুর্গাপুর সহ জেলার বিভিন্ন জায়গায় ছট পুজোর দিন দেখা যায় শোভাযাত্রা।
advertisement
দামোদর, অজয় নদীর বিভিন্ন ঘাটগুলি ছাড়াও বিভিন্ন জলাশয়ে পালিত হয় ছট পুজো। স্বাভাবিকভাবে বিশেষভাবে সাজিয়ে তোলা হয় সেই ঘাটগুলি। বহু লোকের সমাগম হয় সেখানে। চলতি বছরের তার অন্যথা হয়নি। আর এসব আয়োজনের জন্য ছট পুজো কমিটির উদ্যোক্তাদের যেমন ব্যস্ততা থাকে, তেমনভাবেই নিরাপত্তা এবং আয়োজন ঠিকঠাক হচ্ছে কিনা, সেই সমস্ত দেখার জন্য ব্যস্ততা থাকে প্রশাসনিক মহলেও।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পথ শিশুদের সঙ্গে আনন্দে মেতে উঠলেন টলি অভিনেত্রী, খাওয়ালেন পাতপেড়ে!
উল্লেখ্য, ছট পূজা শুরু হওয়ার এক সপ্তাহ আগে থেকেই পুলিশের পদস্থ কর্তারা পরিদর্শন শুরু করেছেন। ছট পুজো উপলক্ষে বিশেষভাবে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। সজাগ থাকতে নির্দেশ দেওয়া হয়েছে ট্রাফিক বিভাগকে। পাশাপাশি যেহেতু ছট পুজো বিকেলের পর থেকে শুরু হয়, তাই জন্য প্রত্যেকটি ঘাটে আলোর ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে জলে নেমে যাতে কোনও দুর্ঘটনা না হয়, তার জন্য প্রত্যেক ঘাটে সিভিল ডিফেন্সের কর্মীদের মোতায়েন করার কথা বলা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ ছট পুজার আগে পঞ্চায়েতের উদ্যোগে পানাগড় বাজারে ঘাট পরিস্কার
এমত অবস্থায় ছট পুজোর আয়োজন কেমন হয়েছে, সেই বিষয়টি খতিয়ে দেখতে পরিদর্শনে বেরিয়েছিলেন আসানসোল পৌরসভার মেয়র বিধান উপাধ্যায়। পরিদর্শন শেষে তিনি জানিয়েছেন, ছট পুজো উপলক্ষে আয়োজন খুব ভালো হয়েছে। এই অনুষ্ঠান সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন আসানসোলের মেয়র।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: ছট পুজোর প্রস্তুতি উপলক্ষে চরম ব্যস্ততা জেলায়! ঘাট পরিদর্শনে খোদ মেয়র
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement