স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ চিত্তরঞ্জের দিকে যাচ্ছিল এই খড় বোঝাই ট্রাকটি। কিন্তু হঠাৎই চলন্ত ট্রাকে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে সেটি দাউ দাউ করে জ্বলতে শুরু করে। ফলে চালক ট্রাকটির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। রূপনারায়ণপুর ডিএভি স্কুল সংলগ্ন জিটি রোডের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা মারে ট্রাকটি। এরপরই সেটি উল্টে যায়। এরপর আরও বড় বিপদ ঘটে। জ্বলন্ত খড় থেকে আগুন রাস্তার পাশের একটি দোকানে ছড়িয়ে পড়ে। সেটি পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন।
advertisement
আরও পড়ুন: শিক্ষকরা রোজ আসেন না! ক্ষুব্ধ অভিভাবকরা স্কুল গেটে তালা ঝুলিয়ে দিলেন
দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। খড় বোঝাই ট্রাকে আগুন লাগার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একইসাথে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় আরও বড় বিপত্তি ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।