বর্ণাঢ্য শোভাযাত্রার সঙ্গে ছিল ব্যাপক উচ্ছাস, উদ্দীপনা। সঙ্গে ছিল বাজি ফাঠিয়ে আনন্দ উল্লাস এবং পায়েস বিতরণ। রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মূর্মুর জয়ের পর আসানসোলের সাকতোরিয়া, কাঁকসার মলানদিঘি সহ বিভিন্ন আদিবাসী অধ্যুষিত এলাকায় দেখা গিয়েছে আদিবাসী জনগোষ্ঠীর মানুষজনের উচ্ছ্বাস।
আরও পড়ুনঃ শহিদ দিবস উপলক্ষে জেলার স্টেশনগুলিতে জোড়াফুলের রমরমা
advertisement
দেশের শীর্ষ সাংবিধানিক পদে আদিবাসী জনগোষ্ঠীর একজন বসতে চলায়, তা ভীষণ বড় উপহার হিসেবেই দেখছেন এই সমস্ত সমাজের মানুষ। তার জন্য তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন। আদিবাসী জনগোষ্ঠীর মানুষজনের আশা, এবার হয়তো আদিবাসী সমাজে আরও বেশি উন্নয়নের ধারা উঠে আসবে।
আরও পড়ুনঃ মহা ফাঁপরে পড়ল রেল! হিমসিম খেলেন রেলের আধিকারিকরা!
আর সেজন্যই তারা রীতিমত উৎসবের মেতেছে মেতে উঠেছেন দ্রৌপদী মুর্মুর সাফল্যে। এদিনের মিছিলে বারবার উঠে এসেছে কিভাবে জীবনের সঙ্গে লড়াই করতে করতে দেশের শীর্ষ পদে বসতে চলেছেন পরবর্তী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
Nayan Ghosh