Paschim Bardhaman: শহিদ দিবস উপলক্ষে জেলার স্টেশনগুলিতে জোড়াফুলের রমরমা

Last Updated:

জেলার জন প্লাবনের ধর্মতলামুখী হওয়ার ছবি দেখা গেল তৃণমূলের শহিদ দিবসের সকালে। বহু পরিমাণ তৃণমূল কর্মী সমর্থক এদিন সকাল থেকে জেলার বিভিন্ন স্টেশনে ভিড় জমান।

+
title=

#পশ্চিম বর্ধমান : জেলার জন প্লাবনের ধর্মতলামুখী হওয়ার ছবি দেখা গেল তৃণমূলের শহিদ দিবসের সকালে। বহু পরিমাণ তৃণমূল কর্মী সমর্থক এদিন সকাল থেকে জেলার বিভিন্ন স্টেশনে ভিড় জমান। বিভিন্ন এক্সপ্রেস ট্রেনগুলিতে দিন বাদুড় ঝোলা ভিড় লক্ষ্য করা গিয়েছে। বহু পরিমাণ তৃণমূল কর্মী সমর্থক এদিন আসানসোল, দুর্গাপুর, পানাগড়, মানকর স্টেশন থেকে এক্সপ্রেস ট্রেনগুলির সাহায্যে ধর্মতলার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন। তা ছাড়াও বহু পরিমাণ তৃণমূল কর্মী সমর্থক বাসে করে ধর্মতলা গিয়েছেন। যদিও জেলা তৃণমূলের দাবি বিভিন্ন টুরিস্ট বাসের ব্যবস্থা করা হয়েছে তৃণমূলের শহিদ দিবস উপলক্ষে কর্মীদের যাওয়ার জন্য। যে কারণে সাধারণ বাস চলাচলে বিশেষ প্রভাব পড়েনি। তবে ট্রেনগুলির নিত্য যাত্রীদের দাবি, ব্যাপক সংখ্যক মানুষের ভিড়ের জন্য, তাদের রীতিমতো নাকাল হতে হয়েছে ট্রেনগুলিতে উঠে। সন্ধ্যেবেলায় ট্রেনগুলি ফেরার সময়ও প্রচুর পরিমাণ হবে বলেই মনে করছেন ট্রেনের নিত্য যাত্রীরা।
অন্যদিকে, শহিদ দিবস উপলক্ষে বিভিন্ন সহায়তা কেন্দ্র গঠন করেছিল তৃণমূল। যাতে করে জেলা এবং অন্যান্য জেলা থেকে আগত তৃণমূল কর্মী, সমর্থকদের রাস্তায় সমস্যায় পড়তে না হয়, তার জন্য এই সহায়তা কেন্দ্রগুলি গঠন করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে।
advertisement
advertisement
যেখানে প্রাথমিক চিকিৎসা, এম্বুলেন্স সহ বিভিন্ন রকম ব্যবস্থা রাখা হয়েছিল। মূলত জাতীয় সড়কের পাশে এই সমস্ত সহায়তা কেন্দ্রগুলির ব্যবস্থা করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে। অন্যদিকে রেল স্টেশনগুলিতেও তৃণমূলের কর্মী সমর্থকদের হাজির থাকতে দেখা গিয়েছে অন্যান্য যাত্রীদের সাহায্য করার জন্য।
advertisement
তারা দলের কর্মী সমর্থকদের বুকে ব্যাচ লাগিয়ে দিয়েছেন, ট্রেনে উঠতে সাহায্য করেছেন। তৃণমূল কর্মীরা এদিন ধর্মতলায় পাড়ি জমিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের শহিদ দিবসের বক্তব্য শুনতে।
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: শহিদ দিবস উপলক্ষে জেলার স্টেশনগুলিতে জোড়াফুলের রমরমা
Next Article
advertisement
West Medinipur News Untold Story: ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
  • স্বাধীনতার পরেও এখানে চলেছে বিচার ব্যবস্থা তবে সেই ভবন আজ ধ্বংসপ্রাপ্ত।

  • এক কথায় প্রশাসনিক ক্ষেত্র গড়ে ওঠে এই প্রত্যন্ত গঞ্জ এলাকায়।

  • এখন কালের নিয়মে ও ব্যবহার্য এই আদালত ধ্বংসের পথে।

VIEW MORE
advertisement
advertisement