TRENDING:

Paschim Bardhaman: কাল আসানসোলে প্রেস্টিজ ফাইট দুই ফুলের

Last Updated:

মঙ্গলবার সকাল সাতটা থেকে শুরু হবে ভোট গ্রহণ পর্ব। ২১০২ টি বুথে নিজেদের মত প্রকাশ করবেন আসানসোল লোকসভা কেন্দ্রের মানুষজন। ভোটগ্রহণ শুরু হওয়ার আগে ২৪ ঘন্টাও বাকি নেই আর। নির্বাচন কমিশন এবং জেলা প্রশাসনের প্রস্তুতি প্রায় সম্পন্ন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল : মাসখানেকের মধ্যেই আবার গণতন্ত্রের উৎসবে মেতে উঠবে আসানসোল। প্রায় এক মাস ধরে লাগাতার চলেছে প্রচার। আগামীকাল ১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে হেভিওয়েট প্রার্থী দিয়েছে তৃণমূল। আবার নিজেদের আসন ধরে রাখতে আদাজল খেয়ে মাঠে নেমেছে পদ্ম শিবির। অন্যদিকে বিজেপির থেকে আসন ছিনিয়ে নিতে তৎপর তৃণমূল। আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার হয়ে শেষ বেলায় প্রচার করে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের হয়ে প্রচার করছেন দিলীপ ঘোষ থেকে শুরু করে সুকান্ত মজুমদার, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, কেন্দ্রীয় আইনমন্ত্রী রবি শংকর প্রসাদ প্রমুখ। বাম এবং কংগ্রেস প্রার্থীরাও জোরকদমে প্রচার চালিয়েছেন।তবে এবার জনগণের মত দেওয়ার পালা। মঙ্গলবার সকাল সাতটা থেকে শুরু হবে ভোট গ্রহণ পর্ব। ২১০২ টি বুথে নিজেদের মত প্রকাশ করবেন আসানসোল লোকসভা কেন্দ্রের মানুষজন। ভোটগ্রহণ শুরু হওয়ার আগে ২৪ ঘন্টাও বাকি নেই আর। নির্বাচন কমিশন এবং জেলা প্রশাসনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। নিজেদের মতো করে উপ নির্বাচনের প্রস্তুতি নিয়ে নিয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলিও। এক নজরে দেখে নেওয়া যাক আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের গুরুত্বপূর্ণ কিছু তথ্য।
উপ-নির্বাচন উপলক্ষে বিতরণ কেন্দ্র থেকে বুথের পথে ভোট কর্মীরা।
উপ-নির্বাচন উপলক্ষে বিতরণ কেন্দ্র থেকে বুথের পথে ভোট কর্মীরা।
advertisement

কমিশন এবং জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এবারে উপ নির্বাচনে আসানসোল কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ১৭৩৬৪৭৫ জন। যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৮৯০৮৬৯ জন। অন্যদিকে মহিলা ভোটার রয়েছেন ৮৪৫৫৬২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন মোট ৪৪ জন। তাছাড়াও বিশেষভাবে সক্ষম ভোটারদের সংখ্যা ১০৪৯৭ জন। যার মধ্যে ৮০ বছরের ঊর্ধ্ব এবং বেশ কিছু বিশেষভাবে সক্ষম ভোটারদের বাড়িতে গিয়ে ভোট গ্রহণ পর্ব সম্পন্ন করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে।নির্বাচন কমিশন সূত্রে খবর, আসানসোল লোকসভা নির্বাচনে মোট পোলিং স্টেশন ২১০২ টি। যার মধ্যে মূল ভোট গ্রহণ কেন্দ্র ১৮৭৮ টি এবং অক্সিলারি পোলিং স্টেশন ২২৪ টি। মোট ৪০০ জন মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে আসানসোল লোকসভা নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য। তাছাড়া এই উপ-নির্বাচনে দুজন মূল অবজারভার নিয়োগ করা হয়েছে। একজন ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস পদমর্যাদার অফিসারকে ফিনান্সিয়াল অবজারভার নিয়োগ করা হয়েছে। আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন সম্পন্ন করতে ১০৩২৭ জন ভোট কর্মীকে নিয়োগ করা হয়েছে। যার মধ্যে মহিলা ভোট কর্মী রয়েছেন ১০৮ জন। আসানসোল লোকসভা কেন্দ্রে মহিলা পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ১৭ টি।

advertisement

আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছেন শত্রুঘ্ন সিনহা। যিনি তৃণমূলের তারকা প্রার্থী। অন্যদিকে লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী হয়েছেন অগ্নিমিত্রা পল। যিনি আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়কও। উপনির্বাচনে বামেদের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন পার্থ মুখার্জী এবং কংগ্রেস প্রার্থী হয়েছেন প্রসেনজিৎ পুইতন্ডি। এই উপনির্বাচনে বিজেপি এবং কংগ্রেস প্রার্থীকে তৃণমূলের স্লোগানের ধাঁচে, 'আসানসোল নিজের মেয়েকে চায়' অথবা 'আসানসোল ঘরের ছেলেকে চায়', এমন স্লোগান ব্যবহার করা হয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে উপনির্বাচনকে কেন্দ্র করে নতুন করে কোনও শ্লোগানের ব্যবহার করা হয়নি। প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে অর্থাৎ ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আসানসোল কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। ২০১৪ সালের পর ২৯১৯ সালেও আসানসোল কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তিনি। গত লোকসভা নির্বাচনে বাবুল সুপ্রিয় তার নিকটতম প্রতিদ্বন্দী মুনমুন সেনকে প্রায় দুই লক্ষ ভোটে পরাজিত করেছিলেন। আসানসোল থেকে জিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদ পেয়েছিলেন বাবুল সুপ্রিয়। তবে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন তিনি। বিজেপির সঙ্গ ত্যাগ করে নাম লেখান তৃণমূলে। সাংসদ পদ থেকেও ইস্তফা দেন। তারপর এই কেন্দ্রে উপনির্বাচন জরুরি হয়ে পড়ে। সেই মতো আগামীকাল মঙ্গলবার আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন।

advertisement

প্রসঙ্গত, আসানসোলের প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয় উপনির্বাচনে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন ওই আসনটিতে ২০২১ এর বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়। যিনি পঞ্চায়েত মন্ত্রী ছিলেন। কিন্তু গত বছর নভেম্বর মাসে তার প্রয়াণের পর এই আসনটিও ফাঁকা হয়ে যায়। তাই আসানসোল লোকসভা কেন্দ্রের পাশাপাশি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রও উপ নির্বাচন হচ্ছে। যেখানে তৃণমূলের প্রার্থী হয়েছেন বাবুল সুপ্রিয়। আর বাবুল সুপ্রিয়র ছেড়ে যাওয়া আসনে বিজেপির হয়ে লড়াই করছেন অগ্নিমিত্রা পল। অন্যদিকে বাবুলের বর্তমান দলের প্রার্থী হয়ে আসানসোল লোকসভা কেন্দ্রে লড়ছেন বলিউড তারকা শত্রুঘ্ন সিনহা।আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের দিকে বিশেষ নজর রয়েছে রাজনৈতিক মহলের। এই নির্বাচনে জয় পাওয়া, রাজ্যের শাসক দল তৃণমূল এবং বিরোধী দল বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। কারণ আসানসোল কেন্দ্রটি পরপর দুটি লোকসভা নির্বাচনে বিজেপির দখলে গিয়েছিল। কিন্তু যিনি বিজেপি সাংসদ ছিলেন, তিনি এই মুহূর্তে তৃণমূলে চলে গিয়েছেন। অন্যদিকে গত বিধানসভা নির্বাচন এবং আসানসোল পুরভোটে ভালো ফল করতে পারেনি বিজেপি। তাই বিজেপির কাছে পুরনো এই আসন ধরে রাখাটা যেমন লড়াই, তেমনভাবেই তৃণমূল আসানসোল লোকসভা কেন্দ্রটি নিজেদের দখলে আনতে ঝাঁপিয়ে পড়েছে। সবমিলিয়ে আসানসোলবাসী, উপনির্বাচনের এক জমজমাট লড়াই দেখতে প্রস্তুত। আর সেই লড়াইয়ের ফলাফলের দিকে তীক্ষ্ণ নজর রয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞদের।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: কাল আসানসোলে প্রেস্টিজ ফাইট দুই ফুলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল