TRENDING:

West Burdwan Job Scam News : অস্থায়ী চাকরি বিক্রি হচ্ছে লাখ লাখ টাকায়, নেতাকে বাঁধা হল গাছে! তারপর? জানুন

Last Updated:

West Burdwan Job Scam News : এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এএসপিতে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে আইএনটিইউসি নেতা কর্মীরা অস্থায়ী নিয়োগ করছেন। সেই মতো এলাকার বাসিন্দারা বিষয়টির ওপর নজরদারি শুরু করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর: একদিকে যখন নিয়োগ দুর্নীতি মামলায় সরগরম রাজ্য রাজনীতি, তার মধ্যেই চাকরি নিয়ে উঠে এল অন্যরকম দুর্নীতির খবর। অভিযুক্ত, তৃণমূল নেতা। অভিযোগ, অস্থায়ী চাকরিও বিক্রি হচ্ছে লক্ষ লক্ষ টাকায়। অভিযুক্ত তৃণমূল নেতাকে গাছের সঙ্গে বেঁধে রেখে ব্যাপকভাবে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। অন্যদিকে টাকা দিয়ে চাকরি পাওয়া প্রার্থীকেও ঘিরে ধরেন সকলে মিলে। সকলেই বলছেন, যখন সরকারি চাকরি লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়ে যাচ্ছে তখন যোগ্য প্রার্থীদের ভরসা, এই সমস্ত অস্থায়ী চাকরি। কিন্তু সেই চাকরিও বিক্রি করা হচ্ছে টাকার লোভে।
advertisement

জানা গিয়েছে, দুর্গাপুর অ্যালয় স্টিল প্ল্যান্টে (এএসপি) টাকার বিনিময়ে অস্থায়ী চাকরি দেওয়ার অভিযোগে এলাকাবাসী এক আইএনটিইউসি নেতাকে এলাকার একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

আরও পড়ুন: সিঁদ কেটে ৬টি বাড়িতে চোর! শিশুদের ঘরে ঢুকে ভয়ানক কাণ্ড, আতঙ্ক গোটা এলাকায়!

advertisement

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এএসপিতে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে আইএনটিইউসি নেতা কর্মীরা অস্থায়ী নিয়োগ করছেন। সেই মতো এলাকার বাসিন্দারা বিষয়টির ওপর নজরদারি শুরু করেন। তারপর মেনগেট এলাকার এক যুবক চাকরির জন্য অভিযুক্ত নেতা শান্তনু মুখোপাধ্যায়কে ২ লক্ষ ৬০ হাজার টাকা দিয়েছেন বলে অভিযোগ।

View More

আরও পড়ুন: কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছিল চেকড্যাম, তবু আজও পড়ে রয়েছে বেহাল অবস্থায়!

advertisement

জানা গিয়েছে, নিয়োগ মতো চাকরি প্রার্থী আকাশ পাণ্ডে অস্থায়ী চাকরি পেয়ে এদিন কাজে যোগ দিতে এএসপি কার্যালয়ে আসেন। তখনই এলাকার বাসিন্দারা তাঁকে ধরে গেটপাস কেড়ে নেন। সে সময় আকাশ পাণ্ডে আইএনটিইউসি নেতা সুশান্ত মুখোপাধ্যায়কে টাকা দেওয়ার কথা শিকার করে নেন। এরপরেই এলাকাবাসী সুশান্ত মুখোপাধ্যায়কে ধরে এনে এলাকার গাছে বেঁধে রাখেন।

advertisement

এলাকাবাসীর ক্ষোভের মুখে অভিযুক্ত তৃণমূল নেতাও টাকা নেওয়ার কথা শিকার করেছেন। তিনি জানিয়েছেন, পার্টি ফান্ডের জন্য টাকা নেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফরিদপুর ফাঁড়ির পুলিশ। পুলিশ এসে অভিযুক্ত আইএনটিইউসি নেতা সুশান্তকে আটক করে নিয়ে গিয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Nayan Ghosh

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan Job Scam News : অস্থায়ী চাকরি বিক্রি হচ্ছে লাখ লাখ টাকায়, নেতাকে বাঁধা হল গাছে! তারপর? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল