স্ট্র দিয়ে অমিত সরকার বাগদেবীর যে মূর্তি তৈরি করেছেন তা দুর্গাপুরের মানুষের নজর কেড়েছে। অমিতবাবুর নিজের একটি শিক্ষা কেন্দ্র আছে। যেখানে সঙ্গীত এবং অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয়। সেই শিক্ষা কেন্দ্রের জন্যই তিনি এই স্ট্র-র সরস্বতী মূর্তি তৈরি করেছেন। নানা রকম রঙিন স্ট্র ব্যবহার করে তিনি এই অতুলনীয় মূর্তিটি বানিয়ে ফেলেছেন। যদিও এটা তাঁর প্রথম শিল্পকলা নয়। এর আগে বিগত ১৫ বছর ধরে তিনি নিজের প্রচেষ্টায় সরস্বতীর মূর্তি তৈরি করে আসছেন। চাল, ডাল, থার্মকল, বাদামের খোলা, মসলা, তেজপাতা, পেন্সিল ইত্যাদি দিয়ে সরস্বতীর মূর্তি বানিয়েছেন তিনি। যা দিয়ে চমক দিয়েছেন সরস্বতী পুজোয়। নিজের পড়ুয়া সহ শহরবাসীকে দিয়েছেন চমক।
advertisement
আরও পড়ুন: ছাত্রের বানানো মূর্তিতেই হবে সরস্বতী পুজো
স্ট্র দিয়ে সরস্বতী মূর্তি তৈরির কারিগর অমিত সরকার জানান, স্থানীয় বাজার থেকে ১০০০ টাকা দিয়ে প্রায় ৬ হাজার স্ট্র কিনেছিলেন। মূলত প্রতিমার কাঠামোটি তৈরি হয়েছে মাটি, রঙিন কাগজ ও কাপড় দিয়ে। তার ওপর বসানো হয়েছে স্ট্র দিয়ে তৈরি কাঠামোটি। এই মূর্তি তৈরি করতে সব মিলিয়ে প্রায় ২০ দিন সময় লেগেছে তাঁর। স্ট্র-র সরস্বতী মূর্তির উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, ওজন ৬ কেজি। শিল্পী অমিত সরকারের আশা, স্ট্র-এর সরস্বতী দুর্গাপুরবাসীকে নতুনত্বের স্বাদ দেবে।
নয়ন ঘোষ