Saraswati Puja 2023: ছাত্রের বানানো মূর্তিতেই হবে সরস্বতী পুজো

Last Updated:

ছাত্রের বানানো মূর্তিতে সরস্বতী পুজোর সিদ্ধান্ত নৃত্য প্রতিষ্ঠানের। আর তাতে খুশি সকলে

+
title=

নদিয়া: দিন ফুরোলেই সরস্বতী পুজো। আর সরস্বতী পুজো মানেই বিদ্যার দেবীর আরাধনা। সরস্বতী পুজো মূলত আয়োজন করে ছাত্র-ছাত্রীরা। তাদের বাড়িতে ও স্কুল পুজো হয়। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা তাঁদের ছাত্রছাত্রীদের নিয়ে পুজোর আয়োজন করেন। আর তাতেই এবার বড় চমক নদিয়ায়। ছাত্রের বানানো মূর্তি দিয়েই হবে বাগদেবীর আরাধনা।
নদিয়ার মাজদিয়ার একটি নৃত্যকলা কেন্দ্রে দেখা গেল ভক্তির এক অনন্য রূপ। নৃত্যকলা কেন্দ্রের এক ছাত্র নৃত্য শেখার পাশাপাশি বানাচ্ছে সরস্বতী মূর্তি। বাজার থেকে ঠাকুর কিনে এনে নয়, শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় বানানো এই সরস্বতী মূর্তিই বৃহস্পতিবার পুজো করা হবে। ছোট ছোট ছেলেমেয়েরা যখন তাদের শিক্ষিকা সুতনুকা ঘোষকে জানান তাঁদের আবদারের কথা, তিনি অত্যন্ত সানন্দে তাদের কথা মেনে নেন। শুধু তাই নয়, মূর্তি বানাতে তাদেরকে সাহায্যও করেন।
advertisement
advertisement
এ প্রসঙ্গে সুতনুকা ঘোষ জানান, "প্রায় ১০ বছর পূর্ণ হল এই নৃত্যকলা কেন্দ্রের। প্রতিবছরই এই স্কুলে সরস্বতী পুজো করা হয়। এবছর আমারই ছাত্র রাহুলকে পেয়েছি। ও নিজে হাতে ঠাকুর তৈরি করে। এবার ও নিজে এসে আমাকে বলে, দিদি আমি তোমাকে এই বছর ঠাকুর তৈরি করে দেব, তুমি সেটা পুজো করবে। ওই প্রতিমা দিয়েই করা হবে পুজো।"
advertisement
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Saraswati Puja 2023: ছাত্রের বানানো মূর্তিতেই হবে সরস্বতী পুজো
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement