স্বাভাবিকভাবে তাদের চলতি বছরের জন্য উৎসাহ ছিল। এ বছরেও হতাশ করেন নি ওই ট্রাস্টের সদস্যরা। এ বছর এক টাকার বিনিময়ে নিয়ে যাওয়া হয়েছে তারাপীঠ। বীরভূমের তারা ধাম যাওয়ার ইচ্ছা থাকে সকলের মনে। কিন্তু অনেকেই যেতে পারেন না সঙ্গীর অভাবে। অনেকেই আবার যেতে পারেন না আর্থিক অসংগতির জন্য। পাশাপাশি বৃদ্ধাশ্রমের মানুষজন শেষ বয়সে এসে তীর্থ ভ্রমন করতে চাইলেও, তা সম্ভব হয় না। এই সমস্ত সমস্যাকে এক সুতোয় বেঁধে, দুর্গাপুর থেকে এক টাকার বিনিময়ে দর্শনার্থীদের নিয়ে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাস।
advertisement
আরও পড়ুন: ‘আমি উচ্চ মাধ্যমিকে ফেল করেছি!’ ফেলের খুশিতে ভিডিও বানিয়ে যা করল ছাত্র! ভাইরাল
আরও পড়ুন:
এই বিষয়ে উদ্যোক্তা পারিজাত গাঙ্গুলী জানিয়েছেন, এই সমস্ত দর্শনীয় দেব ভূমিগুলি অনেক মানুষই বিভিন্ন কারণে যেতে পারেন না। ইচ্ছা থেকে যায় অপূর্ণ। তাই মানুষের সেই ইচ্ছা পূর্ণ করতে তারা উদ্যোগ নিয়েছেন। নামমাত্র এক টাকার বিনিময়ে তারাপীঠ নিয়ে যাওয়া হচ্ছে। এ বছর দুর্গাপুরের ৪৩ টি ওয়ার্ড থেকে প্রায় সাড়ে চারশ জন মানুষকে নিয়ে পাঁচটি বাস তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিয়েছে। একই সঙ্গে রয়েছেন বৃদ্ধাশ্রমের অনেক সদস্যরাও। আগামী বছরেও এমন তীর্থ ভ্রমণের আয়োজন করতে চান তারা।
Nayan Ghosh