TRENDING:

Tarapith | Travel News: মাত্র ১ টাকায় তারাপীঠ ভ্রমণ! কী করে সম্ভব? জানলে আপনিও যেতে চাইবেন!

Last Updated:

Tarapith | Travel News: ১ টাকায় তারাপীঠ? বিশ্বাস হচ্ছে না তো। এমনটাই সম্ভব হচ্ছে। জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান : দুর্গাপুরবাসীকে মা তারা দর্শনের পথ দেখাল একটি ট্রাস্ট। মাত্র এক টাকার বিনিময়ে পুন্যার্থীদের দুর্গাপুর থেকে নিয়ে যাওয়া হল তারাপীঠ। শীতাতপ নিয়ন্ত্রিতবাসে দুর্গাপুর থেকে প্রায় সাড়ে চারশ জন পুণ্যার্থীকে তারাপীঠ নিয়ে যাওয়া হয়েছে দুর্গাপুরের বেনাচিতি থেকে। পাঁচটি টুরিস্ট বাসে পুণ্যার্থীরা রওনা দিয়েছেন তারাপীঠের উদ্দেশ্যে। সেখানে দিনভর চলবে পুজোপাঠ, যজ্ঞ। তারপর দর্শনার্থীরা সেই বাসে ফিরে আসবেন বাড়িতে। গত বছর এই ট্রাস্ট এর উদ্যোগে মাত্র এক টাকার বিনিময়ে দুর্গাপুরের মানুষকে নিয়ে যাওয়া হয়েছিল তারকেশ্বর ধাম। সেখানে ভগবান দর্শন করে ফিরে এসেছিলেন মানুষ।
advertisement

স্বাভাবিকভাবে তাদের চলতি বছরের জন্য উৎসাহ ছিল। এ বছরেও হতাশ করেন নি ওই ট্রাস্টের সদস্যরা। এ বছর এক টাকার বিনিময়ে নিয়ে যাওয়া হয়েছে তারাপীঠ। বীরভূমের তারা ধাম যাওয়ার ইচ্ছা থাকে সকলের মনে। কিন্তু অনেকেই যেতে পারেন না সঙ্গীর অভাবে। অনেকেই আবার যেতে পারেন না আর্থিক অসংগতির জন্য। পাশাপাশি বৃদ্ধাশ্রমের মানুষজন শেষ বয়সে এসে তীর্থ ভ্রমন করতে চাইলেও, তা সম্ভব হয় না। এই সমস্ত সমস্যাকে এক সুতোয় বেঁধে, দুর্গাপুর থেকে এক টাকার বিনিময়ে দর্শনার্থীদের নিয়ে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাস।

advertisement

আরও পড়ুন:  ‘আমি উচ্চ মাধ্যমিকে ফেল করেছি!’ ফেলের খুশিতে ভিডিও বানিয়ে যা করল ছাত্র! ভাইরাল

আরও পড়ুন:

View More

এই বিষয়ে উদ্যোক্তা পারিজাত গাঙ্গুলী জানিয়েছেন, এই সমস্ত দর্শনীয় দেব ভূমিগুলি অনেক মানুষই বিভিন্ন কারণে যেতে পারেন না। ইচ্ছা থেকে যায় অপূর্ণ। তাই মানুষের সেই ইচ্ছা পূর্ণ করতে তারা উদ্যোগ নিয়েছেন। নামমাত্র এক টাকার বিনিময়ে তারাপীঠ নিয়ে যাওয়া হচ্ছে। এ বছর দুর্গাপুরের ৪৩ টি ওয়ার্ড থেকে প্রায় সাড়ে চারশ জন মানুষকে নিয়ে পাঁচটি বাস তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিয়েছে। একই সঙ্গে রয়েছেন বৃদ্ধাশ্রমের অনেক সদস্যরাও। আগামী বছরেও এমন তীর্থ ভ্রমণের আয়োজন করতে চান তারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Tarapith | Travel News: মাত্র ১ টাকায় তারাপীঠ ভ্রমণ! কী করে সম্ভব? জানলে আপনিও যেতে চাইবেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল