এই ক্যাফেগুলি চালাবেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। রাজ্যে প্রথমবার আসানসোলে পথ চলা শুরু করেছে এই স্বয়ংসিদ্ধা ক্যাফে। বড় দিনের আগে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করা এই ক্যাফেতে রয়েছে নানান স্বাদের কেক, পেস্ট্রির অসাধারণ সম্ভার।মূলত আসানসোলে নতুন করে তৈরি হওয়া বাস স্ট্যান্ডগুলিকে দোতলা করা হয়েছিল। লক্ষ্য ছিল সেখানে ক্যাফে তৈরি করা হবে। কিন্তু এতদিন পর্যন্ত সেই জায়গাগুলি ফাঁকা পড়েছিল।
advertisement
আরও পড়ুন: রক্ষকই যখন ভক্ষক! পানাগড়ে যা ঘটল, ভাবতে পারবেন না
তারপর পুরনিগম সিদ্ধান্ত নেয়, ওই ফাঁকা ক্যাফে গুলিকে চালানোর জন্য দেওয়া হবে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের। পরিকল্পনা মতো শুরু হয় কাজ। তার ভিত্তিতে রাজ্যে প্রথম বাস স্ট্যান্ড ক্যাফেতে পথ চলা শুরু করেছে স্বয়ংসিদ্ধা ক্যাফে। যেটি চালাবেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। তাদের হাতে তৈরি বিভিন্ন কেক, খাবার পাওয়া যাবে এই ক্যাফে গুলিতে।
আরও পড়ুন: শোভনদেবের ফোন ধরবেন না শুভেন্দু, দাবি আদায়ে দিল্লিতে একাই লড়বে তৃণমূল!
পাশাপাশি সেখানে প্রদর্শনীর আয়োজন করা হবে বলেও জানা গিয়েছে। রাজ্যে প্রথমবার এই ধরনের পদক্ষেপ করতে পেরে খুশি আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় সহ পৌরসভার অন্যান্য আধিকারিক এবং কাউন্সিলররা।