TRENDING:

Supermoon 2023: বিরল মহাজাগতিক দৃশ্য! আজই রাতের আকাশে দেখা মিলবে জোড়া 'সুপারমুন'

Last Updated:

Supermoon 2023: সাধারণ পূর্ণিমার চাঁদের তুলনায় প্রায় সাত শতাংশ বড় দেখা যাবে। আর সাধারণ পূর্ণিমার তুলনায় ১৬ শতাংশ উজ্জ্বল দেখাবে পূর্ণিমার এই চাঁদকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর: অধিক মাসের শ্রাবণী পূর্ণিমা। ধর্মীয় দিক থেকে এই পূর্ণিমা তিথির গুরুত্ব রয়েছে বিশেষভাবে। একই সঙ্গে এই পূর্ণিমায় তৈরি হয়েছে বেশ কয়েকটি শুভ যোগ। আবার অন্যদিকে অধিক মাসের এই পূর্ণিমা জ্যোতির্বিজ্ঞানের দিক থেকেও বেশ গুরুত্বপূর্ণ। কারণ মঙ্গলবারের রাতের আকাশে দেখা যাবে সুপারমুন। যা সাধারণ পূর্ণিমার চাঁদের তুলনায় প্রায় সাত শতাংশ বড় দেখা যাবে। আর সাধারণ পূর্ণিমার তুলনায় ১৬ শতাংশ উজ্জ্বল দেখাবে পূর্ণিমার এই চাঁদকে।
advertisement

জ্যোতির্বিজ্ঞান নিয়ে চর্চা করা জেলার এক প্রফেসর জানিয়েছেন, চাঁদ যখন পৃথিবীকে প্রদক্ষিণ করতে করতে পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসে, তখন সেই চাঁদকে অনেক বেশি উজ্জ্বল এবং বড় দেখায়। যাকে বলা হয় সুপারমুন। চাঁদ পৃথিবীর কক্ষপথ ধরে প্রদক্ষিণ করতে করতে একবার সবচেয়ে কাছে চলে আসে। সেই বিন্দুকে বলা হয় পেরিজি। আর দূরের বিন্দুকে বলা হয় এপোজি। ১ আগস্টের এই পূর্ণিমায় চাঁদ অবস্থান করবে পেরিজিতে। ফলে দেখা যাবে সুপারমুন। যা খালি চোখেও দেখা যাবে। যদি আকাশ মেঘমুক্ত থাকে, তাহলে সন্ধ্যে সাতটা থেকে ন’টা পর্যন্ত দেখা পাওয়া যাবে সুপারমুনের।

advertisement

উল্লেখ্য, এই আগস্ট মাসেই দুবার দেখা পাওয়া যাবে সুপারমুনের। সাধারণত বছরগুলিতে বারোটি করে পূর্ণিমা থাকে। তবে ২০২৩ রয়েছে মোট ১৩ টি পূর্ণিমা। আগস্টে রয়েছে দুটি পূর্ণিমা। আগামী ৩০ আগস্ট আবার পূর্ণিমা তিথি রয়েছে। সেদিনও আকাশে সুপারমুন দেখা যাবে। একই মাসে দ্বিতীয়বার সুপারমুন দেখতে পাওয়ায়, সেদিনের চাঁদকে জ্যোতির্বিজ্ঞানের ভাষায় বলা হবে ব্লু মুন।

advertisement

View More

আরও পড়ুন- অবিশ্বাস্য! বাড়িতেই যেন আস্ত লাইব্রেরি, রয়েছে ৩ হাজারেরও বেশি বই

আরও পড়ুন-সকাল থেকেই বিক্ষোভ তাপ বিদ্যুৎ কেন্দ্রে ! গেটে ঢুকতে বাঁধা পেয়ে যা করলেন কর্মচারীরা 

জ্যোতির্বিজ্ঞান নিয়ে চর্চা করা ওই অধ্যাপক বলছেন, এর আগে ২০১৮ সালে একই মাসে দুই বার সুপারমুন দেখতে পাওয়া গিয়েছিল। ২০২৩-এ ফের দুবার দেখতে পাওয়া যাবে সুপারমুন। তারপর আবার অনেক দিনের অপেক্ষা করতে হবে। আবার ২০৩৭ সালে পরপর দু’বার দেখা পাওয়া যাবে সুপারমুনের। স্বাভাবিকভাবেই অধিক মাসের এই পূর্ণিমা যেমন ধর্মীয় দিক থেকে গুরুত্বপূর্ণ, তেমনভাবে গুরুত্বপূর্ণ জ্যোতির্বিজ্ঞানের কাছে। যদি আপনিও সুপারমুন দেখতে চান, তাহলে সন্ধ্যে সাতটা থেকে নটার মধ্যে আকাশের দিকে তাকাতে ভুললে চলবে না। যদিও তার জন্য সহায় হতে হবে আপনার ভাগ্য। মেঘমুক্ত আকাশ না থাকলে সুপারমুনের দেখা নাও পেতে পারেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Supermoon 2023: বিরল মহাজাগতিক দৃশ্য! আজই রাতের আকাশে দেখা মিলবে জোড়া 'সুপারমুন'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল