মেকানিক্যাল ছাড়াও সিভিল, কেমিক্যাল, ইনফরমেশন টেকনোলজি, বায়োটেকনোলজি, কম্পিউটার সায়েন্স, ম্যানুফ্যাকচারিং সহ বিভিন্ন বিভাগের আন্ডার গ্রাজুয়েট স্তরের পড়ুয়ারা এই ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন। পড়ুয়াদের এই সংস্থার বিভিন্ন রিসার্চে অংশগ্রহনের মাধ্যমে তাদের অভিজ্ঞতা বাড়ানোর লক্ষে সামার ইন্টার্নশিপ ২০২২ এর আয়োজন করেছে সিএমইআরআই। সামার ভ্যাকশনে চার থেকে আট সপ্তাহের ছুটিতে অনলাইন অথবা অফলাইন (ফিল্ড ওয়ার্ক) মোডে থাকছে ইন্টার্নশিপ করার সুযোগ। তবে পড়ুয়াগের অবশ্যই ভালো ইউনিভার্সিটি থেকে এই ডিগ্রি করতে হবে। পাশাপাশি দশম ও দ্বাদশ শ্রেণিতে প্রথম ডিভিশনে পাশ করা পড়ুয়ারা কিছুটা বিশেষ নজর পাবেন সিলেকশনের ক্ষেত্রে।
advertisement
সামার ভ্যাকশনে কতজন পড়ুয়াকে নেওয়া হবে? এই ব্যাপারে প্রতিষ্ঠানের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিগত বছরগুলির মতো ডঃ এপিজে আবদুল কালাম সামার ট্রেনিং প্রোগ্রামের অধীনে এই ইন্টার্নশিপ করানো হবে। সেই স্কিমের নিয়ম অনুযায়ী পড়ুয়াদের সুযোগ দেওয়া হবে। পাশাপাশি ন্যাশনাল সায়েন্স অ্যাকাডেমির নিয়ম অনুযায়ী পড়ুয়াদের নেওয়া হবে। পাশাপাশি পড়ুয়াদের দশম, দ্বাদশ শ্রেণিতে প্রথম বিভাগে উত্তীর্ণ হতে হবে। স্নাতক স্তরে ছটি সেমিস্টারে কমপক্ষে ৭.৫ থাকতে হবে।
এবার জেনে নিন আবেদন পদ্ধতি।
সামার ইন্টার্নশিপে আবেদন করার শর্তগুলি আপনি পূরণ করলে, আপনাকে আপনার বায়োডাটা সহ নিজের মার্কশিটের প্রত্যায়িত নকল পাঠাতে হবে। পাশাপাশি আপনি যে প্রতিষ্ঠানে কোর্স করছেন, সেই প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত প্রধান, ডিপার্টমেন্টার হেড বা ট্রেনিং/ প্লেসমেন্ট অফিসারের একটি রেকোমেন্ডেশন লেটার প্রয়োজন হবে। রেকোমেন্ডেশন লেটার ছাড়া আবেদন পত্র পাঠালে, তা সিআমইআরআই বাতিল বলে গন্য করবে। পোস্টের মাধ্যমে নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে আবেদনের কপি। আবেদনপত্র পাঠাতে হবে
The Head,
Department for Business Innovation and Skills
Academic Complex (1st Floor)
CSIR – Central Mechanical Engineering Research Institute
Mahatma Gandhi Avenue
P.O. Durgapur-9
Dist. Paschim Bardhaman; West Bengal
PIN – 713209 - এই ঠিকানায়।
৩১ মার্চ, ২০২২ এর মধ্যে পাঠাতে হবে সামার ইন্টার্নশিপের আবেদন পত্র। তারপর যে সমস্ত পড়ুয়াদের ইন্টার্নশিপের জন্য সিলেক্ট করা হবে, তাদের নাম প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এপ্রিল, ২০২২ এর মধ্যে দিয়ে দেওয়া হবে।
এই অতিমারি পরিস্থিতিতে ইন্টার্নশিপ অনলাইন বা অফলাইন, দুইভাবে হতে পারে। অনলাইনে ইন্টার্নশিপ হলে পড়ুয়াদের ২ হাজার টাকা ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফারের মাধ্যমে পাঠাতে হবে। অফলাইন মোডে ইন্টার্নশিপ হলে ৫ হাজার টাকা জমা করতে হবে পড়ুয়াদের। অফলাইনে ইন্টার্নশিপ হলে, দূরবর্তী জায়গা থেকে আসা বাছাই করা কিছু পড়ুয়াদের জন্য থাকার জায়গার বন্দোবস্ত করবে প্রতিষ্ঠানটি। বাকি পড়ুয়াদের থাকার ব্যবস্থা করতে হবে নিজেদেরই।
Nayan Ghosh