জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত প্রায় আড়াই মাস আগে। চিত্তরঞ্জনের ডিভি বয়েজ হিন্দি হাই স্কুলের বেশ কয়েকজন পড়ুয়া স্কুলেরই একটি দেওয়াল ভেঙে দেয়। ভেঙে ফেলে সিসিটিভি ক্যামেরা। ঘটনা নজরে আসতেই আরপিএফ এবং স্থানীয় থানায় অভিযোগ জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তখন থেকেই অভিযুক্ত পড়ুয়াদের কুনজরে পরেন ডিভি হিন্দি হাই স্কুলের শিক্ষকরা। ছাত্রদের মনে জ্বলতে থাকা ক্ষোভের আগুন এদিন গিয়ে পড়ে বিদ্যালয়ের এক শিক্ষকের বাইকে। বিদ্যালয়ের মেন গেটের কাছে পার্কিং করে রাখা ইতিহাস শিক্ষকের বাইকে আগুন ধরিয়ে দেয় পড়ুয়ারা।
advertisement
তারপর এলাকা ছেড়ে চলে যায় তারা। ঘটনাস্থলে দমকল এসে পৌঁছানোর আগেই বাইকটি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়। জানা গিয়েছে, চিত্তরঞ্জনের ডিভি বয়েস হিন্দি মিডিয়ামের ইতিহাস শিক্ষক অবনী কুমার বেরা। তারই মোটর বাইকে আগুন লাগানো হয় এদিন। অগ্নিসংযোগের অভিযোগ ৭ জন ছাত্রর বিরূদ্ধে। এই ঘটনার খবর পাওয়া মাত্রই স্কুলে পৌঁছয় পুলিশ ও আরপিএফ। এই বিষয়ে শিক্ষক অবনী বাবু জানিয়েছেন, সোমবার সকালেই মোটর সাইকেলটি স্কুলের মেনগেটের কাছে রেখেছিলেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও আরপিএফ।
আরও পড়ুনঃ নিজের বাড়ি নির্মাণই অবৈধ! অকপট স্বীকারোক্তি মালিকের
অভিযুক্ত ছাত্রদের নাম রাহুল বাল্মিকী, রাহুল কুমার যাদব, মুন্না সাউ, সুমিত কুমার, আদিত্য কুমার, সুজিত কুমার, অবিনাশ রাম। অবনী বাবু ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন অভিযুক্ত সাত পড়ুয়া, স্কুলের দেওয়াল ভেঙে ফেলে এবং সিসিটিভি ক্যামেরা নষ্ট করে। পাশাপাশি ইংরেজিতে নম্বর কম পাওয়ার কারনে, ইংরেজি শিক্ষকের ওপরেও তারা হামলাও করেছিল বলে অভিযোগ।
আরও পড়ুনঃ সবুজ সাথী সাইকেল নিয়ে মসৃণ পথের দাবিতে বিক্ষোভ পড়ুয়াদের
এই বিষয়ে অভিযুক্ত পড়ুয়াদের অভিভাবকদের স্কুলে ডেকে পাঠান হয়েছিল। কিন্তু তারা স্কুলে আসেননি। তারপর এদিন সকালে বিদ্যালয়ে এসে তারা বাইকে আগুন লাগায় বলে অভিযোগ। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে শিক্ষকের প্রতি পড়ুয়াদের এমন আচরণে অবাক হয়েছেন অনেকেই পড়ুয়াদের এমন আচরণে আতঙ্কিত শিক্ষককূল।
Nayan Ghosh