আরও পড়ুন: হঠাৎ সাঁকো ভেঙে পড়ায় বিচ্ছিন্ন হাওড়ার দ্বীপাঞ্চল, পারাপারে একমাত্র ভরসা নৌকা
আজকাল গাড়ির ধাক্কায় রাস্তায় বহু পথ কুকুরের মৃত্যু হতে দেখা যায়। সেই তাদের রক্ষা করতেই এবার বিশেষ উদ্যোগ। সেফ ড্রাইভ, সেভ লাইফ পোস্টার তৈরি করা হচ্ছে অভিনবভাবে। সেখানে ব্যবহার করা হচ্ছে পথ কুকুরদের ছবি। সেখানে বলা হচ্ছে, মানব সমাজ দুর্ঘটনার মানে বোঝে। কিন্তু পথে-ঘাটে ঘুরে বেড়ানো এই সমস্ত নিরীহ প্রাণীগুলি দুর্ঘটনার মানে বোঝে না। খেলার ছলে অথবা কখনও রাস্তা পার হওয়ার তাগিদে হঠাৎ করেই চলে আসে গাড়ির সামনে। তখন প্রাণ হারাতে হয় তাদের। লেখা থাকছে, 'ধীরে গাড়ি চালান। তাহলে দুর্ঘটনার হাত থেকে যেমন আপনি রক্ষা পাবেন, তেমনই রাস্তাঘাটে অনেকখানি সুরক্ষিত থাকবে এই সমস্ত নিরীহ প্রাণীগুলি।'
advertisement
পশুপ্রেমী সংগঠনগুলির এই ধরনের সচেতনতামূলক কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছে দুর্গাপুরের মানুষ। এমনিতেই বিগত কয়েক বছরে পথ কুকুরদের নিরাপত্তা দিতে পরিশ্রম করে চলেছে এই ধরনের সংগঠনগুলি। মানুষও আগের থেকে অনেকটাই সচেতন হয়েছেন। এখন আর কেউ অকারণে নিরীহ পুকুর বা অন্যান্য প্রাণীকে আঘাত করেন না। উল্টে দুর্ঘটনার শিকার বা বিপদে পড়া এই ধরনের প্রাণীগুলিকে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়েন। এরই মাঝে এমন উদ্যোগ রাস্তার এই প্রাণীগুলিকে আরও কিছুটা সুরক্ষা দেবে বলেই মনে করা হচ্ছে।
নয়ন ঘোষ