TRENDING:

Asansol Bappi Lahiri|| আজও আসানসোলের মানুষ গান শোনেন বাপি লাহিড়ীর, নেপথ্যে রয়েছেন এই মানুষটি

Last Updated:

Asansol Bappi Lahiri: স্টেজে উঠে শোনান বাপি লাহিড়ী গান। আর সেজন্যই তিনি এলাকায় বাপি লাহিড়ী নামে পরিচিতি পেয়েছেন। যদিও তার আসল নাম জ্যোতিপ্রকাশ মুখোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল: অগণিত শ্রোতা, ভক্তদের রেখে প্রয়াত হয়েছেন বিখ্যাত গায়ক বাপি লাহিড়ী। তার ফ্যানের সংখ্যা নেহাত কম নয়। আজকের ডিজিটাল যুগে চাইলেই শোনা যায় তাঁর গান। কিন্তু এই শিল্পীর স্বাদ মঞ্চে মেটাচ্ছেন এক শিল্পী। যিনি নিজের এলকায় বাপি লাহিড়ী নামেই পরিচিত। অনেকেই বলেন তিনি নাকি বাপি লাহিড়ীর মতো দেখতে। আবার তিনি শিল্পীও। স্টেজে উঠে শোনান বাপি লাহিড়ী গান। আর সে জন্যই তিনি এলাকায় বাপি লাহিড়ী নামে পরিচিতি পেয়েছেন।
advertisement

যদিও তার আসল নাম জ্যোতিপ্রকাশ মুখোপাধ্যায়। তবে বেশিরভাগ মানুষ তাকে চেনেন বাপি দা নামে। আর তার দেখা পাওয়া যাবে আসানসোলে গেলেই। জ্যোতি প্রকাশ মুখোপাধ্যায় আদতে আসানসোলের বাসিন্দা। স্থানীয় বিভিন্ন জায়গায় গান করে সংসার চালান। স্থানীয় এলাকায় গানের সূত্রে তিনি পরিচিতি পেয়েছেন বাপি লাহিড়ী নামে। কারণ তার সঙ্গে মুখমণ্ডলের অনেকটাই সাদৃশ্য রয়েছে বাপি লাহিড়ীর।

advertisement

আরও পড়ুনঃ উনুনের সামনে আগুন পোহাচ্ছিলেন গৃহকর্ত্রী, সন্ধ্যায় হঠাৎ তীব্র আওয়াজ, তারপর যা হল ভয়াবহ

জ্যোতি প্রকাশ জানিয়েছেন, তিনি বাপি লাহিড়ীর একনিষ্ঠ ভক্ত। তিনি বিভিন্ন মঞ্চে শোনান শুধুমাত্র বাপি লাহিড়ীর গাওয়া বিভিন্ন গানগুলি। স্বাভাবিকভাবেই তিনি এলাকার বাপি লাহিড়ী নামে পরিচিতি পেয়েছেন। স্বনামধন্য এই গায়ককে তিনি নিজের গুরু বলে দাবি করেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, তিনি নিজেকে কখনও বাপি লাহিড়ী বলে মনে করেন না। তবে শহরবাসীকে তাকে ভালবেসে যে নামে ডাকে, তার জন্য তিনি গর্ববোধ করেন। বিষয়টি তিনি উপভোগ করেন। আর শহরের মানুষ যখনই এই মানুষটির দেখা পায়, তখনই তার কাছে আবেদন ওঠে গান শোনানোর। বাপি লাহিড়ীকে একবার কাছে পাওয়ার উচ্ছ্বাস দেখা যায় মানুষের মনে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Asansol Bappi Lahiri|| আজও আসানসোলের মানুষ গান শোনেন বাপি লাহিড়ীর, নেপথ্যে রয়েছেন এই মানুষটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল