Alipurduar Leopard Attack|| উনুনের সামনে আগুন পোহাচ্ছিলেন গৃহকর্ত্রী, সন্ধ্যায় হঠাৎ তীব্র আওয়াজ, তারপর যা হল ভয়াবহ
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Leopard Attack: সন্ধ্যারাতে উনুনের সামনে বসে আগুনের তাপ নিচ্ছিলেন গৃহকর্ত্রী। হঠাৎই টিনের দেওয়ালে জোর আওয়াজ। চিতা বাঘ সামনে দেখে চোখ কপালে গৃহস্থের।
আলিপুরদুয়ার: সন্ধ্যায় উনুনের সামনে বসে আগুনের তাপ নিচ্ছিলেন গৃহকর্ত্রী। হঠাৎই টিনের দেওয়ালে জোর আওয়াজ। চিতা বাঘ সামনে দেখে চোখ কপালে গৃহস্থের। টিন বেয়ে লেপার্ডটিকে নামতে দেখে চিৎকার করে বাড়ি থেকে বাইরে বেরিয়ে যান রাধি খড়িয়া।
এ দিন শুধু ধাধি নন, বাড়ির কুকুরটিও এই দৃশ্য দেখে বাইরে বেরিয়ে যায়। টিনের দেওয়ালে বসেছিল মুরগি। রাধি খড়িয়া উঁকি দিয়ে দেখেন চিতা বাঘটি টিনে বসা মুরগিটি টেনে নিয়ে গেল। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কালচিনি রেল স্টেশন সংলগ্ন শান্তি কলোনি এলাকায়। গতকাল সন্ধ্যারাতে এলাকায় চিতা বাঘটি প্রবেশ করে।
আরও পড়ুনঃ হু হু করে নামছে পারদ, ৪৮ ঘণ্টায় একেবারে বদলে যাবে পুরুলিয়ার আবহাওয়া, জানুন পূর্বাভাস
রাধি খড়িয়া জানান, "তিনি উনুনে জল গরম করছিলেন।সেই সময়ে পাশে বসে নিজেও আগুনের তাপ নিচ্ছিলেন। হঠাৎ একটি চিতা বাঘ পেছন দিক দিয়ে ঝাঁপিয়ে পড়ে। মুরগিটি নিয়ে চলে যায়। সেই দৃশ্য ভুলতে পারেনি গৃহকর্ত্রী রাধি খড়িয়া। সারা রাত না ঘুমিয়ে কাটিয়েছেন আতঙ্কে।"
advertisement
advertisement
ঘটনায় ভীত এলাকার বাসিন্দারা। বাসিন্দারা বাড়ির বাইরে বেরতে ভয় পাচ্ছেন। ঘটনার খবর দেওয়া হয় বন দফতরে। বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তেমন ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। ফের লেপার্ড এলে বন দফতরের কার্যালয় ঘেরাওয়ের হুশিয়ারি দিয়েছেন।
Annanya Dey
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 31, 2023 4:01 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar Leopard Attack|| উনুনের সামনে আগুন পোহাচ্ছিলেন গৃহকর্ত্রী, সন্ধ্যায় হঠাৎ তীব্র আওয়াজ, তারপর যা হল ভয়াবহ