যার ফলে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস না পেয়ে রীতিমতো বিগত কয়েক দিন ধরে নাজেহাল হতে হচ্ছে যাত্রীদের। যদিও এই বিষয়ে যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে অস্থায়ী কর্মচারীরা জানিয়েছেন, তারা নিরুপায়। সেজন্যই তারা কর্মবিরতিতে নেমেছেন। অন্যদিকে সাধারণ যাত্রীরা চাইছেন, অন্তত পুজোর মুখে বাস পরিষেবা স্বাভাবিক হয়ে যাক। তাহলে কিছুটা দুর্ভোগের হাত থেকে রেহাই পাবেন যাত্রীরা।
advertisement
আরও পড়ুনঃ পুজোর আগে বোনাস চেয়ে বিক্ষোভ বাঁশকোপা টোল প্লাজার কর্মীদের
প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরে স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবিতে কর্মবিরতিতে যোগ দিয়েছেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অস্থায়ী কর্মচারীরা। রাজ্যের বিভিন্ন জায়গায় দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার বাসের দেখা নেই। দুর্গাপুর সিটি সেন্টার থেকে কলকাতা গামী সরকারি বাসের দেখা প্রায় নেই বললেই চলে। কলকাতা ছাড়াও অন্যান্য রুটের বাসের সংখ্যা কার্যত শূন্যের সমান।ফলে রাস্তায় বেরিয়ে বাসের জন্য অপেক্ষারত যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
আরও পড়ুনঃ এক বেতনে দুই প্রকল্পের কাজ! পুজোর মুখে বিক্ষোভ সাফাই কর্মীদের
ছয় দিন ধরে লাগাতার কর্ম বিরতি চলার পর সিটি সেন্টার বাস ডিপোর সামনে দেখা গিয়েছে যাত্রীদের লম্বা লাইন। কেউ কেউ চাতক পাখির মতো চেয়ে আছেন সরকারি বাসের অপেক্ষায়। সকলেই চাইছেন কাজে যোগ দিন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অস্থায়ী কর্মচারীরা। আবার স্বাভাবিক হয়ে যাক সরকারি বাস পরিষেবা।
Nayan Ghosh