কিন্তু রেল দফতর সূত্রে খবর, মন খারাপের কোনও কারণ নেই। খুব শীঘ্রই এই রেস্টুরেন্ট অন হুইল খুলে দেওয়া হবে ট্রেন যাত্রী সহ সকলের জন্য। রেস্টুরেন্টের বরাত প্রাপ্ত সংস্থার টেন্ডার শেষ হয়ে যাওয়ার জন্যই, এই রেস্টুরেন্ট বর্তমানে বন্ধ রয়েছে। তবে নতুন টেন্ডার প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে। নতুন টেন্ডারের কাজ শেষ হলে, খুব শীঘ্রই এই রেস্টুরেন্ট অন হুইলস খুলে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুনঃ ডেঙ্গি দমনে তৎপর কাঁকসা, দিকে দিকে স্প্রে! মাঠে বিজেপি নেতা
সূত্রের খবর, বড় দিনের আগেই খুলে যেতে পারে আসানসোল স্টেশনের বাইরে থাকা রেস্টুরেন্ট অন হুইলস। রেলের খাবার নিয়ে অনেক যাত্রী বারবার অভিযোগ তুলতেন। পাশাপাশি স্টেশনের বাইরে এসে খাবার কিনতে অনেকেই বিব্রত হতেন। আর এই সমস্ত সমস্যার সমাধানের জন্য, ২০২০ সালে পথ চলা শুরু করেছিল রেস্টুরেন্ট অন হুইলস। আসানসোল স্টেশনের বাইরে দুটি বাতিল হয়ে যাওয়া কামরা আর একটি ন্যারো গেজ ইঞ্জিন নিয়ে চালু হয়েছিল রেস্টুরেন্ট অন হুইলস। যা রাজ্যের মধ্যে প্রথম।
আরও পড়ুনঃ দুয়ারে সরকার ক্যাম্পে স্বাস্থ্য শিবির, বিশেষ উদ্যোগ স্বাস্থ্য দফতরের
এই রেস্টুরেন্ট অন হুইলস আসানসোল স্টেশনের শোভাও অনেকটা বাড়িয়ে দেয়। এই রেস্টুরেন্ট অন হুইলসে দুটি পৃথক রেস্টুরেন্ট রয়েছে। যার মধ্যে একটি ভেজিটেরিয়ান, একটি নন ভেজিটেরিয়ান। চা, নরম পানীয় সহ স্ন্যাকস, লাঞ্চ, ডিনার - বিভিন্ন রকম খাবার উপলব্ধ ছিল আসানসোলের রেস্টুরেন্ট অন হুইলসে। কিন্তু তা বর্তমানে বন্ধ টেন্ডার প্রক্রিয়ার জন্য। তবে শীঘ্রই এই রেস্টুরেন্ট চালু হয়ে যাবে বলে জানা গিয়েছে। যা পর্যটক এবং খাদ্য রসিকদের কাছে একটি খুশির খবর।
Nayan Ghosh