আর এই কার্নিভালকে কেন্দ্র করে শহরবাসীর উন্মাদনা যেমন তুঙ্গে রয়েছে, তেমনভাবেই প্রস্তুতিও রয়েছে তুঙ্গে। চলতি বছরে দুর্গাপুরে পুজো কার্নিভাল অনুষ্ঠিত হবে আগামী ৭ অক্টোবর। তার আগে চলছে প্রস্তুতি পর্বের কাজ। দুর্গাপুর ওমেন্স কলেজের সামনে তৈরি হচ্ছে কার্নিভালের মূল মঞ্চ। যেখানে থাকবেন কার্নিভালের প্রধান অতিথি এবং বিচারকরা। দুর্গাপুরের বাছাই করা ১৫টি পুজো অংশগ্রহণ করবে কার্নিভালে।
advertisement
আরও পড়ুনঃ অসম্ভব সুন্দর! মাটির থিমে সেজে উঠেছে মার্কনি দক্ষিণ পল্লী
প্রায় দু’কিলোমিটার দীর্ঘ রাস্তা শোভাযাত্রা করে এগিয়ে যাবেন পুজো উদ্যোক্তারা। চিত্রালয় মেলা ময়দান থেকে শুরু হবে কার্নিভালের শোভাযাত্রা। শেষ হবে গান্ধী ময়দানে। প্রায় দুই কিলোমিটার রাস্তার এই মধ্যবর্তী জায়গায় তৈরি করা হচ্ছে মূল মঞ্চ। এই জায়গায় দাঁড়িয়ে নিজেদের পারফরম্যান্স দেখানোর জন্য চার মিনিট করে সময় পাবেন তারা। তারপর আবার এগিয়ে যাবেন গান্ধী ময়দানের দিকে।
আরও পড়ুনঃ মৃৎশিল্পীদের এবার খুশি আর বিষাদের দুর্গাপুজো
দুর্গাপুরে আয়োজিত কার্নিভালে উপস্থিত থাকবেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার। জেলা প্রশাসন সূত্রে খবর থাকবেন রাজ্যের অপর এক মন্ত্রী মলয় ঘটকও। তাছাড়াও বিশিষ্টরা উপস্থিত থাকবেন সেখানে। সব মিলিয়ে পুজোর আগে থেকেই কার্নিভাল নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি চালাচ্ছে জেলা প্রশাসন।
Nayan Ghosh





