TRENDING:

Durgapur Durga Puja 2022 II শহরে প্রথমবার! পুজো কার্নিভালের প্রস্তুতি তুঙ্গে

Last Updated:

দেবীর বোধন হয়নি এখনও। তবে বাংলায় শুরু হয়ে গিয়েছে দেবী বন্দনা। কলকাতা থেকে জেলা, বিভিন্ন জায়গায় দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে মন্ডপ। শুরু হয়ে গিয়েছে পুজো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুর্গাপুর : দেবীর বোধন হয়নি এখনও। তবে বাংলায় শুরু হয়ে গিয়েছে দেবী বন্দনা। কলকাতা থেকে জেলা, বিভিন্ন জায়গায় দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে মন্ডপ। শুরু হয়ে গিয়েছে পুজো। যে তালিকায় অন্যথা হয়নি পশ্চিম বর্ধমান জেলার ক্ষেত্রেও। আসানসোল, দুর্গাপুরের বিভিন্ন মন্ডপ খুলে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য। হয়ে গিয়েছে উদ্বোধন। আর এসবের মধ্যেই দুর্গাপুরে শুরু হয়ে গিয়েছে পুজো কার্নিভালের প্রস্তুতি। প্রস্তুতি পর্বে কাজ নিয়ে ব্যস্ত প্রশাসনিক মহল থেকে শুরু করে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং বিভিন্ন শিল্পীরা। চলতি বছরে প্রথমবার দুর্গাপুরে আয়োজন করা হয়েছে পুজো কার্নিভালের।
advertisement

আর এই কার্নিভালকে কেন্দ্র করে শহরবাসীর উন্মাদনা যেমন তুঙ্গে রয়েছে, তেমনভাবেই প্রস্তুতিও রয়েছে তুঙ্গে। চলতি বছরে দুর্গাপুরে পুজো কার্নিভাল অনুষ্ঠিত হবে আগামী ৭ অক্টোবর। তার আগে চলছে প্রস্তুতি পর্বের কাজ। দুর্গাপুর ওমেন্স কলেজের সামনে তৈরি হচ্ছে কার্নিভালের মূল মঞ্চ। যেখানে থাকবেন কার্নিভালের প্রধান অতিথি এবং বিচারকরা। দুর্গাপুরের বাছাই করা ১৫টি পুজো অংশগ্রহণ করবে কার্নিভালে।

advertisement

আরও পড়ুনঃ অসম্ভব সুন্দর! মাটির থিমে সেজে উঠেছে মার্কনি দক্ষিণ পল্লী

প্রায় দু’কিলোমিটার দীর্ঘ রাস্তা শোভাযাত্রা করে এগিয়ে যাবেন পুজো উদ্যোক্তারা। চিত্রালয় মেলা ময়দান থেকে শুরু হবে কার্নিভালের শোভাযাত্রা। শেষ হবে গান্ধী ময়দানে। প্রায় দুই কিলোমিটার রাস্তার এই মধ্যবর্তী জায়গায় তৈরি করা হচ্ছে মূল মঞ্চ। এই জায়গায় দাঁড়িয়ে নিজেদের পারফরম্যান্স দেখানোর জন্য চার মিনিট করে সময় পাবেন তারা। তারপর আবার এগিয়ে যাবেন গান্ধী ময়দানের দিকে।

advertisement

View More

আরও পড়ুনঃ মৃৎশিল্পীদের এবার খুশি আর বিষাদের দুর্গাপুজো

দুর্গাপুরে আয়োজিত কার্নিভালে উপস্থিত থাকবেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার। জেলা প্রশাসন সূত্রে খবর থাকবেন রাজ্যের অপর এক মন্ত্রী মলয় ঘটকও। তাছাড়াও বিশিষ্টরা উপস্থিত থাকবেন সেখানে। সব মিলিয়ে পুজোর আগে থেকেই কার্নিভাল নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি চালাচ্ছে জেলা প্রশাসন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সুগন্ধে ভরছে গ্রামবাংলা! বাদশাভোগ ফলিয়ে লাভবান এগরার চাষিরা
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Durgapur Durga Puja 2022 II শহরে প্রথমবার! পুজো কার্নিভালের প্রস্তুতি তুঙ্গে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল