পোষ্যটির মালকিন এবং মালিক বলছেন, ঘটনার দিন রাত্রিবেলায় কুকুরটি বাড়ি থেকে বেরিয়ে যায়। পরদিন সকালে খোঁজাখুঁজি করতে গিয়ে স্থানীয় একটি বাজারে কুকুরটির মৃতদেহ পাওয়া যায়। কিভাবে কুকুরটি মারা গেল, সেই ঘটনার খোঁজখবর নিতে গিয়েই পাওয়া যায় সিসিটিভি ফুটেজ। যেখানে দেখা গিয়েছে কুকুরটিকে দুই ব্যক্তি ভারী বস্তুর আঘাতে থেঁতলে মেরে ফেলেছে। এমন ভয়ঙ্কর আচরণ কেন, তার উত্তর অজানা সকলের কাছে। রাস্তা সংলগ্ন একটি আবাসনে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এই ছবি।
advertisement
ভিডিওটি হাতে আসার পরেই রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন কুকুরটির মালিকপক্ষ। তাদের অভিযোগ, থানায় গিয়ে এই বিষয়ে অভিযোগ জানানো হলেও বিশেষ কোনো সুরাহা মিলেনি। তার পরেই তারা পশু শ্রমিক সংগঠনের সদস্যদের দ্বারস্থ হন। এই ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তারা। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সিসিটিভি ফুটেজ। নেটিজেনরা রীতিমতো ক্ষোভ উগরে দিচ্ছেন এবং অভিযুক্তদের শাস্তির দাবি করছেন। নিরীহ পশুকে এইভাবে মেরে ফেলার ঘটনা দেখে রীতিমতো আঁতকে উঠেছেন সবাই। পশুপ্রেমী সংগঠনের সদস্যদের উদ্যোগে এই ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে হীরাপুর থানায়।
Nayan Ghosh