শুক্রবার সকাল থেকেই জেলার আকাশের মুখ ভার। সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। আর সেই বৃষ্টি মাথায় নিয়ে তৃণমূল কর্মী সমর্থকরা কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। আসানসোল, দুর্গাপুর, পানাগড়ের মত বিভিন্ন স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে ট্রেন ধরেছেন তারা। বৃষ্টি সেই পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।
আরও পড়ুন ঃ কয়লার অভাবে বন্ধ বিদ্যুৎ উৎপাদন! অন্ধকারে ডুবে যাবে দুর্গাপুর শিল্পাঞ্চল? আশঙ্কার মেঘ
advertisement
বাম জমানায় সচিত্র পরিচয় পত্রের দাবিতে আন্দোলন করতে গিয়ে নিহত হন ১৩ জন কংগ্রেস কর্মী। মমতা বন্দ্যোপাধ্যায় সেই শহীদদের উদ্দেশ্যে প্রতিবছর কলকাতার ধর্মতলায় শহীদ দিবস পালন করে আসছেন। এদিন শুক্রবার সকাল ৬ টা থেকে বৃষ্টি মাথায় করে কলকাতাগামী প্রতিটি লোকাল এবং দূরপাল্লার ট্রেনে জেলার বিভিন্ন প্রান্তের তৃণমূল কর্মী সমর্থকরা কলকাতার উদ্দেশ্যে পাড়ি দিলেন।
পূর্ব বর্ধমান খবর | Purba Bardhaman News
কাঁকসা ব্লকের তৃণমূলের জেলা পরিষদের জয়ী প্রার্থী সমীর বিশ্বাস বলেছেন, অন্যান্য বছর যে পরিমানে লোক সংখ্যা হয়, সেই রেকর্ড ভেঙে এবছর আরও বেশি মানুষ সভায় যোগদান করবেন। শহীদদের উদ্দেশ্যে তর্পণ করার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দেবেন, সেই বার্তা শোনার জন্য তৃণমূল কর্মীরা ধর্মতলার সভার উদ্দেশ্যে রাজ্যের বিভিন্ন জেলা থেকে রওনা দিয়েছেন। এদিন শতাধিক তৃণমূল কর্মী সমর্থক নিয়ে কলকাতার উদ্যেশ্যে রওনা দিয়েছেন জেলা বিভিন্ন স্তরের নেতারা।
Nayan Ghosh