রাস্তায় বেরিয়ে একটু শান্তির খোঁজে বহু মানুষ ভিড় জমাচ্ছেন ঠান্ডা পানীয়ের দোকানগুলিতে। মুখ, চোখ স্কার্ফ দিয়ে ঢেকে রাস্তায় বেরোচ্ছেন মানুষজন। তবুও রক্ষা নেই এই গরম থেকে। যেন কাউকে রেয়াত না করার পরিকল্পনা নিয়েছেন সূর্যদেব। তাই এক ফোঁটা বৃষ্টির অপেক্ষায় বসে রয়েছেন দক্ষিণবঙ্গের মানুষ (Rainfall Forecast)। তীব্র গরমে নাজেহাল আসানসোল থেকে দুর্গাপুর (Paschim Bardhaman Temparature)। গ্রীষ্মের দুপুরে করুণ চিত্র ধরা পড়েছে আসানসোলে (Asansol Weather)। রাস্তাঘাটে মানুষজনের ভিড় তুলনামূলক অনেক কম। তীব্র রোদের দাপটে কাহিল হয়ে পড়ছেন সমস্ত মানুষজন। বিশেষ করে কর্তব্যরত ট্রাফিক কর্মী আর গাড়িচালকরা অসুবিধার সম্মুখীন হচ্ছেন (Traffic Police)। বারবার জল পান করেও কোনও সুরাহা পাচ্ছেন না তারা।
advertisement
আবার স্কুল-কলেজ যাত্রী পড়ুয়া থেকে শুরু করে অফিস যাত্রী, সকলেই এই তীব্র গরম থেকে নিজেদের রক্ষা করার চেষ্টা করছেন (Students)। কিন্তু অন্যান্য বছরের তুলনায় এই বছরে গরম অনেক বেশি বলে দাবি করছেন তারা। হাওয়া অফিসের হিসাবও কার্যত সেই কথাই বলছে। চলতি বছরে দক্ষিণবঙ্গে কালবৈশাখী তো দূর অস্ত, এখনও একফোঁটা বৃষ্টির দেখা পাওয়া যায়নি (Weather Update)। তাই সকলেই অপেক্ষায় রয়েছেন, কবে বরুনদেবের কৃপা হবে দক্ষিণবঙ্গের ওপরেও।
Nayan Ghosh