বৃহস্পতিবার এমনই দাবি নিয়ে জল সমস্যা সমাধানের আর্জি জানাতে রানীগঞ্জের নিমচা পুলিশ ফাঁড়িতে হাজির হল তিরাট গ্রামের একদল মহিলারা।
ঘটনা প্রসঙ্গে জানা যায় রানীগঞ্জের তিরাট পঞ্চায়েতের অন্তর্গত তিরাট গ্রামের বেশ কয়েকটি পাড়া। তারই মধ্যে গোয়ালাপাড়ায় পর্যাপ্ত পরিমাণ জল না আশায় ও বাড়িতে জল সংযোগ না হওয়ার কারণে ওই এলাকার মহিলারা প্রথমে পঞ্চায়েত কার্যালয়ে বিক্ষোভ দেখান। তাঁরা জল সমস্যা সমাধানের দাবি জানিয়ে পি এইচ ই দফতরের কর্মীদের ঘেরাও করে বিক্ষোভ দেখায়।
advertisement
আরও পড়ুন -Paschim Bardhaman News : আগুন কেড়ে নিল মেয়ের বিয়ের টাকা, রিক্সাচালক বাবা আজ সর্বহারা
তাঁরা এদিন দাবি করে অবিলম্বে গ্রামে নির্দিষ্ট পরিমাণে পানীয় জল দিতে হবে প্রতিটি বাড়িতে পানীয় জলের কানেকশন দিতে হবে। এ নিয়ে তাঁরা বৃহস্পতিবার রানীগঞ্জ থানার নিমচা পুলিশ ফাঁড়িতে একটি স্মারকলিপি জমা দিয়ে জল সরবরাহ নিয়মিত করার দাবি জানাই।
আরও পড়ুন - Paschim Bardhaman News: যে চানাচুর খাচ্ছেন সেটা বুঝেশুনে খাচ্ছেন তো! পাওয়া গেল নকল চানাচুর তৈরির কারখানা
এলাকার বাসিন্দাদের দাবি, এলাকায় সাতটি কলের ট্যাপ থাকলেও তার মধ্যে দুটি কলে জল পড়ে। পাশের এলাকায় জল নিতে গেলে সেখানে জল দেওয়া হয় না। অনেকবার তাদেরকে নিয়ে নানা কটূক্তিও করা হয়। এ সকল সমস্যার সমাধানের দাবি করে তারা বৃহস্পতিবার নিমচা ফাঁড়ির আইসিকে একটি স্মারকলিপি জমা দেন।
Dipak Sharma