TRENDING:

Sawan Somvar: পশ্চিম বর্ধমানের এই শিবমন্দিরে উপচে পড়া ভিড়, বাবার মাথায় জল ঢালার পর মেলে প্রসাদ

Last Updated:

Sawan Somvar: ভক্তদের জল ঢালা সম্পন্ন হলে বিশেষ জলাভিষেক করা হবে মহাদেবের। তারপর হবে মহাদেবের সিংগার এবং আরতি। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান : এই মন্দির জেলার অন্যতম পুরনো এবং বিখ্যাত শিব মন্দির। স্বাভাবিকভাবেই শ্রাবণ মাসের সোমবারে এই মন্দিরে জল ঢালতে আসেন বহু ভক্ত। শ্রাবণ মাসের সোমবারে ভোর থেকেই দেখা গয়েছে ভক্তদের লম্বা লাইন। শুধুমাত্র জেলা নয়, আশপাশের জেলা থেকে বহু ভক্তরা এই মন্দিরে আসেন শিবের মাথায় জল ঢালতে। পার্শ্ববর্তী দামোদর অথবা অজয় নদী থেকে জল নিয়ে ভক্তরা আরা শিব মন্দিরে আসেন শিবের মাথায় জল ঢালতে। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারেও দেখা গিয়েছে সেই একই ছবি। ভোর সাড়ে পাঁচটা থেকে পুজো দেওয়ার লাইন দিয়েছেন ভক্তরা।
advertisement

তবে এখানে শুধু ভক্তদের জল ঢালা বা পুজোপাট নয়, রয়েছে ভোগ গ্রহণের ব্যবস্থা। চলতি বছরের মন্দির কমিটি শিবের মাথায় জল ঢালার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। মন্দিরের বাইরে রাখা হয়েছে একটি বিশেষ পাত্র।সেখান থেকে জল ঢাললেই সেই জল সোজা গিয়ে পড়ছে শিবলিঙ্গে। সেখানে রয়েছে বেশ কয়েকজন পুরোহিত। যারা ভক্তদের পুজো সম্পন্ন করছেন। শ্রাবণ মাসের সোমবার উপলক্ষে সেখানে বেশি সংখ্যক পুরোহিত রাখা হয়েছে।

advertisement

আরও পড়ুন –  Astrology Tips: ‘বুধ-শুক্রের যুতি’ – তোলপাড় হবে একাধিক রাশির জাতক-জাতিকাদের জীবন

অন্যদিকে ভিড় নিয়ন্ত্রণ করতে আলাদা আলাদা লাইনের ব্যবস্থা করা হয়েছে। যাতে ভক্তরা সহজে পুজো দিতে পারেন, তার জন্যই মন্দিরের বাইরে রাখা হয়েছে জল ঢালার বিশেষ পাত্র। অন্যদিকে পুজো দেওয়ার পরে ভক্তদের ভোগ খাওয়ানোর ব্যবস্থা করেছে মন্দির কমিটি। ফলে পুজো দিয়ে আড়া শিব মন্দিরে ভোগ গ্রহণের সুযোগ রয়েছে ভক্তদের কাছে। প্রায় তিন হাজার ভক্তদের ভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে এখানে।

advertisement

View More

আরও পড়ুন –  Firing In Train: ভোরবেলা ঘুমে অচেতন যাত্রীরা, চলন্ত ট্রেনে ফায়ারিং শুরু কনস্টেবলের, পরিণতি মর্মান্তিক

তাছাড়াও চলতি বছরের প্রথমবার আরা শিব মন্দির প্রাঙ্গণে শ্রাবণী মেলার আয়োজন করা হয়েছে। যা ভক্তদের কাছে নতুন আকর্ষণ। গোটা শ্রাবণ মাস জুড়ে এই মেলা চলবে মন্দির প্রাঙ্গনে। শ্রাবণী মেলাতেও রয়েছে বিশেষ চমক। মন্দির কমিটির সদস্যরা এই মেলা সাজিয়েছেন শান্তিনিকেতনের ধাঁচে। যেখানে মেলা থেকে হারিয়ে যাওয়া বিভিন্ন পুরনো দিনের জিনিসপত্র পাওয়া যাবে। ফলে পুজো দিয়ে মেলা দেখার জন্য ভক্তদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। মন্দির কমিটির সদস্যরা জানিয়েছেন, ভক্তদের জল ঢালা সম্পন্ন হলে বিশেষ জলাভিষেক করা হবে মহাদেবের। তারপর হবে মহাদেবের সিংগার এবং আরতি। তারপরেই সম্পন্ন হবে শ্রাবণ সোমবারের পুজো।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Sawan Somvar: পশ্চিম বর্ধমানের এই শিবমন্দিরে উপচে পড়া ভিড়, বাবার মাথায় জল ঢালার পর মেলে প্রসাদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল