Firing In Train: ভোরবেলা ঘুমে অচেতন যাত্রীরা, চলন্ত ট্রেনে ফায়ারিং শুরু কনস্টেবলের, পরিণতি মর্মান্তিক
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Firing In Train: ট্রেনটি ইতিমধ্যেই মুম্বই সেন্ট্রালে নিজের গন্তব্যে জার্নি শেষ করেছে। চেতন নামে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
মুম্বই: সোমবার ভোররাতে গুজরাত থেকে মহারাষ্ট্রগামী জয়পুর এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ পরিস্থিতি। জানা যাচ্ছে ভোরে পালঘর স্টেশনের কাছে চলন্ত জয়পুর এক্সপ্রেস থেকে হঠাৎই গুলির শব্দ শুরু হয়। ট্রেনের মধ্যেই ওপেন ফায়ারিংয়ের ঘটনায় একজন এএসআই ও তিন যাত্রী নিহত হয়েছেন। ঘটনাটি ট্রেনের এসি কোচের বি ৫ নম্বর বগিতে ঘটেছে। Photo- Representative
advertisement
advertisement
advertisement
ঘটনাটি ৩১ জুলাই ভোর ৫টার দিকে ঘটে। পালঘর ও মুম্বইয়ের মধ্যে দহিসারে গোলাগুলি চালনার ঘটনা ঘটে। গুলি চালানো পুলিশ কনস্টেবলকে মীরা রোডের কাছে ধরা হয়েছে। এই ট্রেনটি রাজস্থান থেকে মুম্বই সেন্ট্রাল যাচ্ছিল। ট্রেনটি ইতিমধ্যেই মুম্বই সেন্ট্রালে নিজের গন্তব্যে জার্নি শেষ করেছে। চেতন নামে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। Photo- Representative
advertisement
advertisement
পশ্চিম রেলওয়ে এক বিবৃতিতে বলেছে, 'পালঘর স্টেশন অতিক্রম করার পর, একটি আরপিএফ কনস্টেবল চলন্ত জয়পুর এক্সপ্রেস ট্রেনের ভিতরে হঠাৎ গুলি চালায়। তিনি একজন আরপিএফ এএসআই এবং অন্য তিন যাত্রীকে গুলি করেন। এর পর দহিসার স্টেশনের কাছে ট্রেন থেকে লাফ দেন তিনি। অভিযুক্ত কনস্টেবলকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। Photo- Representative