দুর্গাপুরের দুবচুরিয়া এলাকার ছোটন ঘোষ মনু। যিনি আদতে একজন ফ্লাওয়ার ডেকোরেশন শিল্পী। একইসঙ্গে তার ছোট থেকেই অভ্যাস বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে খেলা করার। সেই থেকেই তিনি নিজের প্রচেষ্টায় নানা রকম জিনিস বানিয়ে চলেছেন। প্রথমে তিনি বানিয়েছিলেন একটি দশ সিটের বাইক। যা সবাইকে চমকে দিয়েছিল।
তারপর বানিয়ে ফেলেছিলেন চন্দ্রযান তিনের ক্লোন। যা আকাশে চল্লিশ ফুট পর্যন্ত উড়িয়ে দেখিয়েছিলেন তিনি। এরপর ওই যুবক নিজের সঙ্গীদের নিয়ে ফের কেরামতি দেখিয়েছেন। নিজের সঙ্গীদের নিয়ে তিনি বানিয়ে ফেলেছেন আস্ত যুদ্ধজাহাজের মডেল।
advertisement
আরও পড়ুন – Chandrayaan 3: ধাঁইধাঁই করে নামবে চাঁদের তাপমাত্রা -২০০ ডিগ্রি সেলসিয়াসে, কেন স্লিপমোডে চন্দ্রযান ৩
উল্লেখ্য, কিছুদিন আগে আইএনএস বৃন্দাগিরির উদ্বোধন হয়েছে কলকাতা থেকে। যার উদ্বোধনে এসছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মু। গার্ডেনরিচ শিপ বিল্ডার্স সংস্থা দেশের নৌ বাহিনীর জন্য এই যুদ্ধ জাহাজটি বানিয়েছে। যা সম্প্রতি সংযুক্ত হয়েছে ভারতীয় নৌ বাহিনীতে।
প্রস্তুতকারক সংস্থা এবং ভারতীয় নৌ বাহিনীর প্রতি সম্মান জানিয়ে ছোটন ঘোষ বৃন্দাগিরির মডেল বানিয়েছেন। যাতে রয়েছে মোটর। যার সাহায্যে এই যুদ্ধ জাহাজের মডেলটি জলে এগিয়ে যেতে পারবে। জাহাজের মডেলটি দূর থেকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থাও তিনি করেছেন। স্মার্টফোনের সঙ্গে ওয়ারলেসভাবে সংযুক্ত করে এই মডেল যুদ্ধজাহাজটি নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করেছেন তিনি। যুবকের এই কীর্তি আবার চমকে দিয়েছে সকলকে।
Nayan Ghosh