TRENDING:

Panchayat Election 2023 : হাতে আর মাত্র এক সপ্তাহ, পশ্চিম বর্ধমানে পঞ্চায়েত প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল

Last Updated:

পশ্চিম বর্ধমান জেলার পঞ্চায়েত এলাকাগুলিতে চলছে জোরদার প্রচার। পঞ্চায়েত নির্বাচনে প্রচারে মাঠে নেমেছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর ও কাঁকসা, পশ্চিম বর্ধমান : পঞ্চায়েত নির্বাচনের আগে হাতে আর মাত্র এক সপ্তাহ। কাজেই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল। পশ্চিম বর্ধমান জেলার পঞ্চায়েত এলাকাগুলিতে চলছে জোরদার প্রচার। পঞ্চায়েত নির্বাচনে প্রচারে মাঠে নামছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। শনিবার কাঁকসা অঞ্চলে প্রচারে অংশগ্রহণ করেছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। পঞ্চায়েত মন্ত্রীর প্রচার মিছিলে পা মিলিয়েছেন এলাকার বহু তৃণমূল কর্মী-সমর্থক।
advertisement

অন্যদিকে পাণ্ডবেশ্বরের পরাশকোল এলাকায় তৃণমূলের জেলা পরিষদের প্রার্থীর সমর্থনে প্রচার চালিয়েছেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। চলতি পঞ্চায়েত নির্বাচনে পাণ্ডবেশ্বর এলাকা থেকে তৃণমূলের জেলা পরিষদ প্রার্থী হয়েছেন অনুভা চক্রবর্তী, যিনি জেলা তৃণমূল সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর স্ত্রী। তাঁরই সমর্থনে হুড খোলা জিপে প্রচার চালিয়েছেন তৃণমূলের তারকা সাংসদ। নির্বাচনে অনুভা চক্রবর্তীকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। পরাশকোল এবং বহুলা এলাকায় অনুভা চক্রবর্তীকে সঙ্গে নিয়ে প্রচার চালিয়েছেন শতাব্দী রায়।

advertisement

শনিবার পাণ্ডবেশ্বরের পদ্মাবতী মন্দিরে পুজো দিয়ে তাঁরা প্রচার শুরু করেছেন। উল্লেখ্য, পদ্মাবতী মন্দিরটি পাণ্ডবেশ্বর এলাকায় বেশ সুপরিচিত। অতীতে দেখা গিয়েছে, পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রচারের আগে এই মন্দিরে পুজো দিয়েছেন।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Panchayat Election 2023 : হাতে আর মাত্র এক সপ্তাহ, পশ্চিম বর্ধমানে পঞ্চায়েত প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল