রাস্তায় আটকে পড়া প্রায় ৬০০ চালকের খাবার ব্যবস্থা করলেন পানাগড় দান বাবা কমিটির সদস্যরা। রাস্তার পাশে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কের মধ্যে পাত পেরে খাওয়ানো হয়েছে সমস্ত চালকদের। অন্যদিকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে এই সমস্ত চালকদের জন্য ব্যবস্থা করা হয়েছে পানীয় জলের। আপৎকালীন পরিস্থিতির জন্য রাখা হয়েছে চিকিৎসা ব্যবস্থা।
আরও পড়ুনঃ ডেঙ্গি দমনে তৎপর কাঁকসা, দিকে দিকে স্প্রে! মাঠে বিজেপি নেতা
advertisement
ফলে চালকদের রাস্তায় দীর্ঘ অপেক্ষার যে কঠিন মুহূর্ত কাটাতে হচ্ছে, তা কিছুটা সহজ করে দিতেই পানাগড় পাঠান পাড়ার বাসিন্দারা এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট মিলে এই উদ্যোগ নিয়েছে। যে উদ্যোগকে সাধুবাদ দিচ্ছেন সকলেই। পানাগড়ে আটকে পড়া প্রায় ৬০০ লরি চালককে এদিন দুপুরে খাওয়ানোর ব্যবস্থা করেছেন পানাগড় গ্রামের পাঠান পাড়ার মুসলিম সম্প্রদায়ের যুবকরা। সাঁতরাগাছিতে ব্রিজ মেরামতের কাজের জন্য গত কয়েক দিন ধরে কলকাতা গামী রাস্তায় সমস্ত ভারী যানবাহন আটকে পড়েছে।
আরও পড়ুনঃ দুয়ারে সরকার ক্যাম্পে স্বাস্থ্য শিবির, বিশেষ উদ্যোগ স্বাস্থ্য দফতরের
প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত শতাধিক লরি আটকে পড়ছে পানাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাছে দু'নম্বর জাতীয় সড়কের ওপর। সেই সমস্ত লরির চালক এবং কর্মীদের দুপুরে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল এদিন। কাঁকসা দান বাবা সেবা কমিটি ও কাঁকসা ট্রাফিক গার্ডের সহযোগিতায় প্রায় ৬০০ জনকে খাওয়ারের ব্যবস্থা করা হয় পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কের মধ্যে।
Nayan Ghosh