তার কয়েক মাস পরেই নতুন একটি ইস্পাত কারখানা গড়ে উঠতে চলেছে পানাগড় শিল্পতালুকে। প্রায় ১০ একর জমির ওপর এই ইস্পাত কারখানা তৈরি হচ্ছে। যেখানে আগামী কয়েক মাসের মধ্যেই উৎপাদন চালু হয়ে যাবে বলে জানা গিয়েছে কারখানা কর্তৃপক্ষ সূত্রে। স্বাভাবিকভাবেই নতুন এই কারখানার খবরে উচ্ছ্বসিত জেলার মানুষ। এই খবরে বহু বেকার যুবক-যুবতী নতুন কর্মসংস্থানের আশায় বুক বাঁধছেন।
advertisement
আরও পড়ুনঃ দুর্গাপুর স্টিল প্ল্যান্টে চাকরির সুবর্ণ সুযোগ! আবেদন করুন সহজ পদ্ধতিতে
দুর্গাপুর একটি বেসরকারি হোটেলের সূচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউরী সহ অতিরিক্ত জেলাশাসক, উপ মহকুমা শাসক সহ অনেকেই উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন নতুন এই ইস্পাত কারখানা উদ্বোধন হতে চলায়, কারখানা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।
আরও পড়ুনঃ দুর্গাপুরের সুপার স্পেশালিটি হাসপাতাল বন্ধ করল জেলা স্বাস্থ্য দপ্তর
জেলা প্রশাসন এবং পানাগড় শিল্প তালুকের ওপর ভরসা করার জন্য জেলা প্রশাসন খুশি। জেলা প্রশাসনের কর্তারা মনে করছেন, এর ফলে যেমন ভাবে আর্থ সামাজিক মানচিত্র বদল ঘটবে। সেখানে স্থানীয় বেকার যুবক যুবতীরা যেমন চাকরি পাবেন, তেমন ভাবেই বাইরের অনেকেও সেখানে চাকরির সুযোগ পাবেন। স্বাভাবিকভাবেই তা জেলার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে বলেই মনে করছেন তারা।
Nayan Ghosh