অপুষ্টির স্বীকার যাতে কেউ না হন, যাতে করে কেউ সঠিক খাবার থেকে বঞ্চিত না হন, বা পুষ্টির অভাবে যাতে কারও শরীরে রোগ বাসা বাঁধতে না পারে, তার জন্য এই পুষ্টি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল। এদিন আসানসোলের ডাবর দুর্গা মন্দিরে পুষ্টি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল। বারাবনি ব্লকের ব্লক নেতৃত্বের উদ্যোগে এই পুষ্টি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল।
advertisement
আরও পড়ুনঃ কিংবদন্তিকে শ্রদ্ধা, কিশোর কুমারের নামে রাস্তার নামকরণ দুর্গাপুরে
যেখানে ব্লকের বিভিন্ন নেতৃত্ব, জেলা পরিষদের বিভিন্ন নেতৃত্ব হাজির হয়েছিলেন। তাছাড়াও সেখানে ছিলেন আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়। তিনি এই পুষ্টি সচেতনতা শিবিরের উদ্বোধন করেন। ছোট শিশুদের নিয়ে এই পুষ্টি সচেতনতা শিবিরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সাধারণ মানুষকে সঠিক পুষ্টি দিতে এবং শরীরে সঠিক পুষ্টির কতটা প্রয়োজন রয়েছে, তা বোঝাতে এই পুষ্টি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল।
Nayan Ghosh