আরও পড়ুন: ৫২ বছর ধরে বাংলার বুকে আয়োজিত হচ্ছে ফুটবলের মিনি বিশ্বকাপ! কোথায় জানেন?
সাঁওতালি ভাষার এই সিনেমাটি দেখানো হচ্ছে বার্নপুরের সম্প্রীতি প্রেক্ষাগৃহে। আঞ্চলিক ভাষায় পারদর্শী কলা কুশলীরা এই ছায়াছবিতে কাজ করেছেন। নির্মাতা বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন এই আঞ্চলিক ভাষায়। রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা নতুন এই সিনেমাটির উদ্বোধন করেছেন। সেখানে তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে সাঁওতালি ভাষার সিনেমা আরও বেশি বাজার দখল করতে পারবে। কারণ বর্তমান সময়ে রাষ্ট্রীয় ভাষাগুলির পাশাপাশি আঞ্চলিক ভাষাগুলির দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বহু ভাষাভাষীর দেশ ভারতে আঞ্চলিক ভাষা নিয়ে কাজ হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে।
advertisement
উল্লেখ্য, সাঁওতালি চলচ্চিত্র দেখানো শুরু হয়েছে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে। স্বাভাবিকভাবেই আঞ্চলিক ভাষায় কাজ করা কলাকুশলী, নির্মাতারা এতে আশার আলো দেখতে পাচ্ছেন। আঞ্চলিক ভাষায় সিনেমা দেখতে যারা পছন্দ করেন তাঁরা এই চলচ্চিত্রটি বেশ উপভোগ করবেন বলে আশা প্রকাশ করেছেন নির্মাতা এবং কলাকুশলীরা।
নয়ন ঘোষ