TRENDING:

Santali Film: সাঁওতালি সিনেমার স্ক্রিনে হাজির মন্ত্রী বীরবাহা

Last Updated:

সাঁওতালি সিনেমার ভক্তদের জন্য দারুন সুখবর। তাঁদের ভাষার সিনেমার স্ক্রিনিংয়ে হাজির থাকলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান: বাংলায় বাঙালিরা ছাড়াও বহু অন্য ভাষাভাষীর মানুষ বসবাস করেন। বিশেষ করে আদিবাসীদের নিজস্ব ভাষার প্রচলন যথেষ্ট। সরকারি উদ্যোগে সেই সকল আঞ্চলিক ভাষার চর্চা ও প্রসার ক্রমশই বাড়ছে। এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল সাঁওতালি ভাষা। চাকরি, পড়াশোনার পাশাপাশি বিনোদন জগতেও সাঁওতালি ভাষার চল আগের থেকে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আর এবার সাঁওতালি ভাষায় আত্মপ্রকাশ করল আরও একটি সিনেমা। যার স্ক্রিনিং তথা শুভ সূচনায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা।
advertisement

আরও পড়ুন: ৫২ বছর ধরে বাংলার বুকে আয়োজিত হচ্ছে ফুটবলের মিনি বিশ্বকাপ! কোথায় জানেন?

সাঁওতালি ভাষার এই সিনেমাটি দেখানো হচ্ছে বার্নপুরের সম্প্রীতি প্রেক্ষাগৃহে। আঞ্চলিক ভাষায় পারদর্শী কলা কুশলীরা এই ছায়াছবিতে কাজ করেছেন। নির্মাতা বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন এই আঞ্চলিক ভাষায়। রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা নতুন এই সিনেমাটির উদ্বোধন করেছেন। সেখানে তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে সাঁওতালি ভাষার সিনেমা আরও বেশি বাজার দখল করতে পারবে। কারণ বর্তমান সময়ে রাষ্ট্রীয় ভাষাগুলির পাশাপাশি আঞ্চলিক ভাষাগুলির দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বহু ভাষাভাষীর দেশ ভারতে আঞ্চলিক ভাষা নিয়ে কাজ হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে।

advertisement

View More

উল্লেখ্য, সাঁওতালি চলচ্চিত্র দেখানো শুরু হয়েছে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে। স্বাভাবিকভাবেই আঞ্চলিক ভাষায় কাজ করা কলাকুশলী, নির্মাতারা এতে আশার আলো দেখতে পাচ্ছেন। আঞ্চলিক ভাষায় সিনেমা দেখতে যারা পছন্দ করেন তাঁরা এই চলচ্চিত্রটি বেশ উপভোগ করবেন বলে আশা প্রকাশ করেছেন নির্মাতা এবং কলাকুশলীরা।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নয়ন ঘোষ

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Santali Film: সাঁওতালি সিনেমার স্ক্রিনে হাজির মন্ত্রী বীরবাহা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল