পরিবারের তরফে জানানো হয়েছে, গতকাল রাতে মনোজ পাতর বাড়ির ছাদে শুয়ে ছিলেন। হঠাৎ চিৎকারের আওয়াজ শুনতে পায় তার স্ত্রী এবং সন্তান। তারা চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে ছাদে গিয়ে রক্তাক্ত অবস্থায় মনোজ পাতরের দেহ পড়ে থাকতে দেখেন তারা। জানা গিয়েছে, তার গলায় ছুরির আঘাতের চিহ্ন দেখতে পাওয়া গিয়েছে। সকালে ঘটনাস্থলে আসেন সালানপুর থানা ও রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ আধিকারিকরা। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
advertisement
এই প্রসঙ্গে নিহতের স্ত্রী মুনমুন পাতর জানান, সামডির নিরঞ্জন পাল ও কাঞ্চন পাল নামক দুই ব্যক্তির কাছে কিছু টাকা ধার নিয়েছিলেন মনোজ। গতকাল তাদের সঙ্গে ঝামেলাও হয়। তারাই খুন করেছে বলে অভিযোগ করেছেন মনোজের স্ত্রী মুনমুন পাতর।
অন্যদিকে, ঘটনাস্থল চিতালডাঙ্গা গ্রামের পাশের এলাকা থেকে দুটি পা ভাঙ্গা অবস্থায় এক যুবককে দেখতে পান এলাকার মানুষজন। ওই যুবক মনোজ পাতরের খুনের সঙ্গে জড়িত থাকতে পারে, এই অনুমান করে এলাকার মানুষ ওই যুবককে ঘিরে ধরে। চলে গণধোলাই। পরে ঘটনাস্থলে রূপনারায়ানপুরের ফাঁড়ির পুলিশ এসে উত্তেজিত জনতার হাত থেকে ওই যুবককে উদ্ধার করে নিয়ে যায়। ওই যুবকের নাম নিরঞ্জন পাল বলে জানা গিয়েছে। উনি সামডি গ্রামের বাসিন্দা বলে খবর। এখনও পর্যন্ত এই ঘটনায় ওই যুবককে আটক করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। ময়নাতদন্তের পর খুনের আরও রহস্য উদ্ঘাটন হবে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা।
Nayan Ghosh