অটোমোবাইল ইঞ্জিনিয়ার শুভজিৎ সরকার বলেছেন, যদি আপনি চান, আপনার বাইক আপনাকে একজন বিশ্বস্ত বন্ধুর মতো সবসময় সঙ্গ দিক, তা হলে আপনাকে অবশ্যই কাছে রাখতে হবে প্রেশার গেজ। কারণ বাইকের টায়ারে প্রেসার প্রত্যেকদিন মাপা উচিত। তাহলে বাইকের মাইলেজ যেমন ভাল পাবেন, তেমন আরাম পাবেন বাইক চালিয়ে। তাছাড়াও প্রতিদিন টায়ারের প্রেসার মাপলে টায়ারের স্বাস্থ্য ভাল থাকবে।
advertisement
এছাড়াও আপনাকে আপনার বাইকে রাখতে হবে মাল্টিহেড স্ক্রু ড্রাইভার। স্ক্রু ড্রাইভার সেট সাধারণত আমাদের সকলের বাড়িতেই থাকে। বিভিন্ন কাজে ব্যবহার করা হয় স্ক্রু ড্রাইভার। রাস্তায় বাইক নিয়ে বেরোলে অবশ্যই মাল্টিহেড স্ক্রু ড্রাইভার সেট আপনাকে সঙ্গে রাখতে হবে। তা হলে বাইকের কোনও সমস্যা হলেও আপনাকে বড় সমস্যায় পড়তে হবে না।
প্লায়ার্স এবং অ্যালেনকি, এই দুটি জিনিসও আপনাকে সঙ্গে রাখতে হবে। বাইকে বিভিন্ন ধরনের হেক্স হেড থাকে। সেগুলি কখনও টাইট দেওয়ার প্রয়োজন পড়ে, কখনও সেগুলিকে আলগা করতে হয়। আর এই কাজের জন্য এই দুটি সরঞ্জামের সেট আপনাকে অবশ্যই সঙ্গে রাখতে হবে। তাহলে বাইকের প্রাথমিক চিকিৎসা আপনি করতে পারবেন।
'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন এছাড়াও আপনি বাইকে পাংচার কিট এবং পোর্টেবল পাম্পার রাখতে পারেন। এই দুটি জিনিসই খুব সহজে ই-কমার্স ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। দামও খুব বেশি নয়। কিন্তু এই ছোট্ট জিনিসগুলি আপনার বাইকের সঙ্গে রাখলে, রাস্তাঘাটে বাইক আপনাকে বিপদে ফেলতে পারবে না।নয়ন ঘোষ