TRENDING:

Money Recovery : খোদ স্ত্রী স্বামীর ৭৫ লক্ষ টাকা লুঠ করলেন, বিপুল পরিমাণ টাকা উদ্ধার করতে গিয়ে পুলিশের চক্ষু চড়কগাছ

Last Updated:

এই ঘটনায় তদন্তকারী আধিকারিকরা যেমন তাজ্জব হয়ে গিয়েছেন, তেমনি স্ত্রীর কাণ্ডকারখানা দেখে অবাক হয়ে গিয়েছেন তার স্বামী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম বর্ধমান : রাজ্যে আবার উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা। রানীগঞ্জের পাঞ্জাবি মোড়ে একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছেন গোয়েন্দারা। পাশাপাশি উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ সোনার গয়না, যার বাজার মূল্যেও কম নয়। কি কারণে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার, তা জানলে চমকে যাবেন এক মুহূর্তে। উদ্ধারকৃত এই বিপুল পরিমাণ টাকা দেখে চোখ কপালে উঠছে গোয়েন্দাদের। পাশাপাশি টাকা হাতানোর কৌশল দেখে তাজ্জব বনে গিয়েছেন গোয়েন্দারা।
huge money recovery from raniganj from a buisnessman's house
huge money recovery from raniganj from a buisnessman's house
advertisement

জানা গিয়েছে, গত মাসে রানিগঞ্জের পাঞ্জাবি মোড়ের এক ট্রান্সপোর্ট ব্যবসায়ীর বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা চুরি যায়। ওই ব্যবসায়ীর বাড়ি থেকে চুরি হয়ে যায় প্রায় নগদ ৭৫ লক্ষ টাকা এবং ৪ ভরি সোনার গয়না। সেই ঘটনার তদন্তে নেমেই পুলিশ বিপুল পরিমাণ টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে। সিসিটিভি ফুটেজ এবং সন্দেহভাজনদের জেরা করেই সাফল্য এসেছে বলে পুলিশ সূত্রে খবর। এই বিপুল পরিমাণ টাকা চুরির পন্থা দেখে অবাক হয়ে গিয়েছেন গোয়েন্দারা। অভিযুক্তদের হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

advertisement

আরও পড়ুন - Cricketer's Extramarital Affair: ১০ বছরের বিবাহিত স্ত্রী বাড়িতে, গাড়িতে বান্ধবীকে চুমু ক্রিকেটারের, তারপর সবই শেষ না শুরু!

রানিগঞ্জের সুকান্ত পল্লীর বাসিন্দা ট্রান্সপোর্ট ব্যবসায়ী অভিজিৎ মুখোপাধ্যায়- এই ব্যবসায়ীর বাড়ি থেকেই চলে গিয়েছিল এই বিপুল পরিমাণ টাকা৷ চুরির ঘটনার তদন্তে নেমে ব্যবসায়ীর স্ত্রী এবং প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ৷  সূত্র মারফত জানা গিয়েছে, ব্যবসায়িক স্ত্রী মমতা রানী এবং তার প্রেমিক নবীন সিং পরিকল্পনা মাফিক এই লুটপাট চালায়। সূত্রের খবর গত মাসের ২৫ তারিখ ইচ্ছাকৃত বাড়ির দরজা খুলে রেখে বাইরে চলে যান স্বামীর সঙ্গে তখন সময় বুঝে নীরব ওই টাকা নিয়ে চম্পট দেয়৷ এরপর বাড়িতে তারা ফিরে এসে নগদ টাকা এবং গয়না উধাও দেখে অভিযোগ করে রানিগঞ্জ থানায়।

advertisement

View More

আরও দেখুন - Partha Chatterjee Arrest : এয়ার অ্যাম্বুলেন্সে ভুবনেশ্বর পৌঁছলেন পার্থ চট্টোপাধ্যায়, দেখুন ভিডিও

ঘটনার তদন্তে নেমে পুলিশ কলকাতার একটি বাড়ি থেকে নবীন সিংকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। তখনই সন্দেহজনকদের তালিকায় উঠে আসে ব্যবসায়ীর স্ত্রী মমতা রাওয়ানির নাম। জিজ্ঞাসাবাদে সময় অসংলগ্ন কথাবার্তা বলছিলেন তিনি। তাতেই পুলিশের সন্দেহ আরও গভীর হয়। এরপর পুলিশের একটি বিশেষ দল সিসিটিভির সূত্র ধরে পুরো ঘটনাটির হদিস পায়।

advertisement

জানা গিয়েছে, ব্যবসায়ীর স্ত্রী মমতা রাওয়ানি ধানবাদে ল পড়তে গিয়েছিলেন। সেখানেই তিনি নবীন সিং নামে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হন। তাতেই এই ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কের দূরত্ব তৈরি হয় তার স্ত্রীর। যদিও পরে তিনি চুরির উদ্দেশ্যেই স্বামীর সঙ্গে বসবাস শুরু করেন বলে জানা গিয়েছে।  সে সময় পরিকল্পনা করে এই বিপুল পরিমাণ টাকা চুরি করে বলে খবর পুলিশ সূত্রে।

advertisement

তবে ঘটনার তদন্ত শুরু হতেই শেষরক্ষা হয়নি৷  ব্যবসায়ীর স্ত্রী ও তার গুণধর প্রেমিক ধরা পড়ে। টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছেন গোয়েন্দারা। এই ঘটনায় তদন্তকারী আধিকারিকরা যেমন তাজ্জব হয়ে গিয়েছেন, তেমনি স্ত্রীর কাণ্ডকারখানা দেখে অবাক হয়ে গিয়েছেন তার স্বামী। বিপুল টাকা উদ্ধারের ঘটনা দেখে চমকে গিয়েছেন জেলার মানুষ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জেলা জুড়ে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Money Recovery : খোদ স্ত্রী স্বামীর ৭৫ লক্ষ টাকা লুঠ করলেন, বিপুল পরিমাণ টাকা উদ্ধার করতে গিয়ে পুলিশের চক্ষু চড়কগাছ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল