TRENDING:

Paschim Bardhaman News: কালীপুজোয় চরম ব্যস্ততা মহিশীলার পাল পাড়ায়! চাহিদা বেশি শ্যামাকালীর

Last Updated:

কালী পুজোর প্রস্তুতি সব জায়গায় চরমে। পুজোর আগে চরম ব্যস্ততা কুমোরটুলি গুলিতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আসানসোল: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। দিওয়ালিতে মেতে উঠবে গোটা দেশ। আর দীপান্বিতা অমাবস্যার প্রদীপের আলোয় উজ্জ্বল হবে বাংলা। কালী পুজোর প্রস্তুতি সব জায়গায় চরমে। পুজোর আগে চরম ব্যস্ততা কুমোরটুলি গুলিতে। আসানসোলের মহিশীলার পাল পাড়ায় এই ছবির অন্যথায় হয়নি। সেখানে চরম ব্যস্ত মৃৎশিল্পীরা। এ বছর কালী পুজোয় মহিশীলার কুমোর পাড়ায় ৮০০ থেকে ৯০০ কালি মূর্তি তৈরি করা হচ্ছে। কালি মূর্তি তৈরিতে ব্যস্ত পাল পাড়ার ৮ থেকে ১০ টি পরিবার। ছোট থেকে বড়, বিভিন্ন মাপের কালীমূর্তি তৈরি করা হচ্ছে। ছয় থেকে সাত ফুটের মূর্তিও তৈরি হচ্ছে কুমোরটুলিতে।
advertisement

কালী পুজোয় শ্যামা কালীর চাহিদা বেশি বলে দাবি করেছেন মৃৎ শিল্পীরা। তবে তাদের আক্ষেপ, মূর্তি তৈরিতে খরচ বাড়লেও, বিশেষভাবে বাড়েনি মূর্তির দাম। কুমোরটুলিতে গিয়ে মৃৎশিল্পীদের সঙ্গে কথা বলতে গিয়ে জানা গিয়েছে, মূর্তির কাঠামো তৈরি করতে যে খড় ব্যবহার করা হয়, সেই খড়ের দাম প্রায় তিনগুণ বেড়ে গিয়েছে। পাশাপাশি মূর্তি তৈরির জন্য যে কাপড় ব্যবহার করা হয়, সেই কাপড়ের দাম তিনগুণ বেড়েছে।

advertisement

আরও পড়ুনঃ কয়েক কুইন্টাল মাটি আর কয়েক মণ খড় দিয়ে তৈরি হচ্ছে ৩০ ফুটের চামুণ্ডা

ফলে মূর্তি তৈরি করতে খরচ বেড়ে গিয়েছে অনেকটাই। অন্যদিকে মূর্তি তৈরি মাটির যোগান দিতেও বেশ খানিকটা সমস্যা হচ্ছে। ফলে এক একটি মূর্তি তৈরিতে লাভের অংক কমেছে। তবে অনেক বেশি মূর্তি তৈরি হওয়ায় কিছুটা আশার আলো দেখছেন শিল্পীরা। স্বাভাবিকভাবেই প্রচুর পরিমাণ অর্ডার পাওয়া যায় তারা খুশি।

advertisement

View More

আরও পড়ুনঃ আজব কাণ্ড! দূষণ রোধে নর্দমাতেই হবে জলের ফিল্টার!

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

তবে মৃৎশিল্পীরা চাইছেন, কালী পুজোর আগে যেন আবহাওয়া ঠিক থাকে। আকাশের মুখ যেন ভার না হয়, এই প্রার্থনা করছেন ভগবানের কাছে। কারণ বৃষ্টি হলে মৃৎশিল্পীদের মূর্তি শুকনো করতে গিয়ে চরম সমস্যায় পড়তে হবে। তাই দীপান্বিতা অমাবস্যায় ভগবানের কাছে প্রার্থনা আর আশার আলো নিয়ে চরম ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছেন মহিশীলার শিল্পীরা।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: কালীপুজোয় চরম ব্যস্ততা মহিশীলার পাল পাড়ায়! চাহিদা বেশি শ্যামাকালীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল