Paschim Bardhaman News: কয়েক কুইন্টাল মাটি আর কয়েক মণ খড় দিয়ে তৈরি হচ্ছে ৩০ ফুটের চামুণ্ডা
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
হাতেগোনা আর মাত্র কয়েকদিন বাকি কালীপুজোর আগে। দীপান্বিতা অমাবস্যায় প্রদীপ আর নানা রঙের আলোয় সেজে উঠবে গোটা দেশ। বাংলার বিভিন্ন জায়গায় চলছে কালীপুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি।
#দুর্গাপুর : হাতেগোনা আর মাত্র কয়েকদিন বাকি কালীপুজোর আগে। দীপান্বিতা অমাবস্যায় প্রদীপ আর নানা রঙের আলোয় সেজে উঠবে গোটা দেশ। বাংলার বিভিন্ন জায়গায় চলছে কালীপুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি। দুর্গাপুরে এবছর তৈরি হচ্ছে সবচেয়ে বড় কালী। দামোদরের পাড়ে বীরভানপুর গ্রামে চলছে সবচেয়ে বড় মূর্তি তৈরির কাজ। বীরভানপুরের বিধান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে পুজোর আয়োজন করা হচ্ছে জাঁকজমক সহকারে। চলছে চামুণ্ডা পুজোর প্রস্তুতি। উদ্যোক্তারা জয়দেব থেকে শিল্পী আনিয়ে তৈরি করাচ্ছেন মূর্তি।
শিল্পী শ্যামল চ্যাটার্জির সঙ্গে সহযোগিতার কাজে হাত লাগিয়েছে স্থানীয় ছোট ছোট ছেলেমেয়েরাও। ৫০ তম বর্ষে ৩০ ফুটের এই চামুণ্ডা মূর্তি সকল জেলাবাসীর কাছে অন্যতম আকর্ষণ হতে চলেছে। পাশাপাশি পুজোর ধরেই কয়েকদিন থাকছে নানা রকম অনুষ্ঠানের আয়োজন। প্রসঙ্গত, প্রত্যেক বছরই বড় মূর্তি তৈরি করে চমক দেয় বীরভানপুর স্পোর্টিং ক্লাব। পুজোর শুরু থেকেই ২৫ ফুটের মূর্তি এখানে তৈরি করা হয়।
advertisement
আরও পড়ুনঃ কালীপুজোয় চরম ব্যস্ততা মহিশীলার পাল পাড়ায়! চাহিদা বেশি শ্যামাকালীর
কখনও সেই মূর্তি তৈরি করা হয় ২৮ ফুটের, কখনও আবার ২৬ ফুটের। তবে বিগত ২ বছর অতিমারির জন্য মূর্তির উচ্চতা কমিয়ে দেওয়া হয়েছিল। তবে চলতি বছরের সংক্রমণ আয়ত্তে, আবার ৫০ তম উদযাপন বর্ষ। তাই এবছর সব থেকে বড় মূর্তি তৈরি করছে বিধান স্পোর্টিং ক্লাব। এ বছর মূর্তির উচ্চতা রাখা হয়েছে ৩০ ফুট।
advertisement
advertisement
আরও পড়ুনঃ আজব কাণ্ড! দূষণ রোধে নর্দমাতেই হবে জলের ফিল্টার!
দোআঁশ, এটেল এবং দোআঁশ পলি - এই তিন রকমের মাটি দিয়ে তৈরি করা হচ্ছে মূর্তিটি। প্রায় ২৫ বস্তা মাটি ব্যবহার করা হচ্ছে এই মূর্তি তৈরি করতে। যা প্রায় কয়েক কুইন্টাল ওজনের। অন্যদিকে কয়েক মন খড় ব্যবহার করা হচ্ছে মূর্তি তৈরি করতে। আপাতত ক্লাবের উদ্যোক্তা সহ স্থানীয়রা মুখিয়ে রয়েছেন কালীপুজো উপলক্ষে। কালীপুজোয় গোটা জেলাকে চমক দিতে প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে বিধান স্পোর্টিং ক্লাব।
advertisement
Nayan Ghosh
view commentsLocation :
First Published :
October 17, 2022 8:23 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: কয়েক কুইন্টাল মাটি আর কয়েক মণ খড় দিয়ে তৈরি হচ্ছে ৩০ ফুটের চামুণ্ডা