পুরুলিয়ায় সভা করার পাশাপাশি বাঁকুড়াতেও একটি সভা করার কথা রয়েছে তার। সেই সভা উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলার কুলটিতে পা রেখেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। কুলটির ইসকো গেস্ট হাউসে রাত্রি বাস করেছেন তিনি। সেখান থেকেই রওনা দিয়েছেন পুরুলিয়ার উদ্দেশ্যে। জানা গিয়েছে, এই সফর শেষে ইসকো গেস্ট হাউসে ফিরবেন তিনি। তারপর সেখান থেকে যাবেন বাঁকুড়ায়। তবে এদিন ইসকো গেস্ট হাউস থেকে সংবাদ মাধ্যমের সামনে বিশেষ মুখ খুলতে চাননি বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী।
advertisement
আরও পড়ুন: 'ডিসেম্বর মাসের শেষেই হবে', এবার শীর্ষ কেএলও নেতার দাবিতে বাংলা নিয়ে তুমুল জল্পনা
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের সময়ও দেখা গিয়েছিল বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে সামনে এনে প্রচার করেছিল পদ্ম শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব। তারপর বিগত দু বছরে রাজনৈতিক ময়দানে জল গড়িয়েছে অনেকটা। তবে ফের সামনে নির্বাচন। আর সেজন্যই বিশেষ ভাবে আবার জন সংযোগের দিকে মনঃসংযোগ করছে রাজনৈতিক দলগুলি। সেই উপলক্ষে ফের প্রচারের ময়দানে নেমেছেন বিজেপির এই হেভি ওয়েট নেতা।
আরও পড়ুন: নিজের পুরুষাঙ্গ নিজেই কেটে ফেললেন! বনগাঁর ব্যক্তিকে নিয়ে আতঙ্কে এলাকাবাসী
ইসকো গেস্ট হাউসে অভিনেতার আগমনকে কেন্দ্র করে জেলার বিজেপি কর্মী, সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গিয়েছে। ইসকো গেস্ট হাউসে হাজির হয়েছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘোরুই। পুরুলিয়া যাওয়ার আগে সংবাদ মাধ্যমের সামনাসামনি আসেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। কিন্তু সংবাদমাধ্যমের সামনে রাজনৈতিক কোন আলোচনা উত্থাপন করতে দেখা যায়নি বিজেপি নেতাকে।
----Nayan Ghosh





